সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জস বাটলারের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছিল ইংল্যান্ডের। বলা চলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘শূন্য’ হাতে বিদায়ের পরই অধিনায়কত্ব ছেড়েছিলেন বাটলার। তাঁর জায়গায় ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নিশ্চিত করা হয়েছে ব্রুকের বাম। তবে টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন বেন স্টোকস। টেস্ট অধিনায়ক বেন স্টোকস সমস্ত ফরম্যাটের অধিনায়ক হতে পারেন বলে জল্পনা ছিল। ইসিবি’র ক্রিকেট ডিরেক্টর রব কি এমনই ইঙ্গিত দিয়েছিলেন। তবে সাদা বলের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে হ্যারি ব্রুকের নাম।
গত বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো নেতৃত্ব দিয়েছিলেন ব্রুক। দু’টি ম্যাচ জিতলেও তিন ম্যাচে হার স্বীকার করেছিলেন। সেই তিনি এখন স্থায়ীভাবে সাদা বলের ফর্ম্যাটে ইংল্যান্ডের নেতৃত্বে। ২০২৬ সালে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৭-এ ওডিআই বিশ্বকাপ। মনে করা হচ্ছে, আইসিসি’র এই দুই মেগা আসরে থ্রি লায়ন্সের নেতৃত্বে তাঁকেই দেখা যাবে।
২৬ ওয়ানডে-তে ২৬ বছর বয়সি এই ক্রিকেটারের রান ৮১০। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন তিনি। ৪৪ টি-টোয়েন্টিতে তাঁর রান ৭৯৮। উল্লেখ্য, এবারের আইপিএলের নিলামে মোটা টাকা দর পেয়েছিলেন তিনি। কিন্তু তারপর জাতীয় দলের কথা ভেবে সরে দাঁড়িয়েছিলেন আইপিএল থেকে। তার জেরে বড়সড় শাস্তিও পেয়েছেন হ্যারি ব্রুক। পরের দু’টি মরশুমে আইপিএল খেলতে পারবেন না এই ব্রিটিশ ক্রিকেটার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.