সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই দিনটা দেখারই বোধহয় অপেক্ষায় ছিল ক্রিকেটবিশ্ব। অবশেষে আইসিসি’র কোনও পূর্ণ সদস্য দেশ টি-টোয়েন্টি ক্রিকেটের স্কোরবোর্ডে ৩০০ রান উঠল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঝড় তুলে ৩০৪ রান তুলল ইংল্যান্ড। যার মধ্যে একা ফিল সল্টেরই ১৪১ রান। আর ইংরেজরা জিতল ১৪৬ রানে।
ম্যাঞ্চেস্টারে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। শুরু থেকেই ঝড় তুলে দেন ফিল সল্ট। মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত ৬০ বলে ১৪১ রান করে অপরাজিত থাকেন। ১৫টি চারের পাশাপাশি ছিল ৮টি ছক্কা। স্ট্রাইকরেট ২৩৫.৬০। এই নিয়ে টি-টোয়েন্টিতে চারটি সেঞ্চুরি হয়ে গেল সল্টের। ছুঁয়ে ফেললেন সূর্যকুমার যাদবকে। ৫টি সেঞ্চুরি-সহ তাঁর সামনে আছেন রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ৪২টা ইনিংসে চারটে সেঞ্চুরি করলেন সল্ট। যা টি-টোয়েন্টিতে দ্রুততম।
আইসিসি’র পূর্ণ সদস্যদের মধ্যে এতদিন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ছিল ভারতের। ২০২৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে ২৯৭ রান করেছিলেন সূর্যকুমাররা। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান রয়েছে জিম্বাবোয়ের। গাম্বিয়ার বিরুদ্ধে ৩৪৪ করেছিল তারা। কিন্তু গাম্বিয়া আইসিসি’র পূর্ণ সদস্য নয়। অর্থাৎ প্রথম আইসিসি পূর্ণ সদস্য হিসেবে ৩০০ রানের গণ্ডি অতিক্রম করল ইংল্যান্ড। ৯ ওভারে তারা পৌঁছে যায় ১৫০ রানে। ২০০ রান করে ১২.১ ওভারে। তার চার ওভারের মধ্যে ২৫০ রান করে ফেলে। জস বাটলার ৩০ বলে ৮৩ রান করেন। অধিনায়ক হ্যারি ব্রুক ২১ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ইংল্যান্ড করে ৩০৪ রান।
জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র ১৫৮ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ড ম্যাচ জেতে ১৪৬ রানে। সিরিজের ফলাফল এখন ১-১। তবে সমস্ত চর্চা ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটিং নিয়েই।
England’s record-breaking blitz levelled the T20I series against South Africa in style
:
— ICC (@ICC)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.