ছবি দেবাশিস সেন
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিবিঘ্নিত প্রথম সেশনে অনবদ্য টিম ইন্ডিয়া। চতুর্থ দিন যেখানে শেষ করেছিলেন, পঞ্চম দিন ঠিক সেখান থেকেই শুরু ভারতের। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার সময় ইংল্যান্ড ১৫৩ রানে ৬ উইকেট খুইয়ে ধুঁকছে। ম্যাচ জেতার জন্য ইংল্যান্ডের দরকার এখনও ৪৫৫ রান। যা ধরাছোঁয়ার বাইরে। অন্যদিকে, আর মাত্র ৪টে উইকেট নিলেই এজবাস্টনে প্রথমবার জয়ের মুখ দেখবে শুভমান গিলের ‘নতুন ভারত’।
এদিন বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টার বিলম্বে শুরু হয় ম্যাচ। ৩ উইকেটে ৭২ রানে পঞ্চম দিন শুরু করা ইংল্যান্ডের চতুর্থ উইকেট পড়ে ৮০ রানে। সৌজন্যে বাংলার আকাশ দীপ। তাঁর ইনসুইং বুঝতে না পেরে ব্যক্তিগত ২৪ রানে সাজঘরের পথ দেখেন অলি পোপ। এরপর আকাশের বিষাক্ত ইনকাটারের কোনও উত্তর না পেয়ে লেগবিফোর হন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা হ্যারি ব্রুক। লাঞ্চের আগে আকাশ দীপ পেয়েছেন ৫৮ রানে ৪ উইকেট।
ইংল্যান্ড তখন ৮৩/৫। ক্রিজে আসেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। ম্যাচ বাঁচাতে গেলে এখান থেকে বড় পার্টনারশিপ লাগত। এমন পরিস্থিতিতে মাটি কামড়ে পড়ে থাকার মানসিকতাও দরকার। সেখান থেকে জেমি স্মিথকে সঙ্গে নিয়ে দারুণ লড়াই চালাতে থাকেন স্টোকস। যখন মনে হচ্ছিল সেট হয়ে গিয়েছেন, ঠিক সেই সময় পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন চলতি সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া ওয়াশিংটন সুন্দর। তাঁর ফ্লিপারে বোকা বনে যান স্টোকস। এলবিডব্লিউ হয়ে ৭৩ বলে ৩৩ রানে তিনি প্যাভিলিয়নে ফেরেন।
এজবাস্টনে কখনও জিততে পারেনি ভারত। এখানে আটটি টেস্টের মধ্যে একটিতেও জয়ের মুখ দেখেনি টিম ইন্ডিয়া। এবার কিন্তু এই পরিসংখ্যান বদলানোর সুযোগ এসে গিয়েছে শুভমান গিলদের সামনে। তাঁরা কি পারবেন ইতিহাস বদলাতে? এর উত্তর পেতে গেলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। টিম ইন্ডিয়ার সমর্থকদের একটাই প্রার্থনা থাকবে, যেন বৃষ্টি না আসে আবার!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.