সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ জুলাই আর লর্ডস-দুটোর সঙ্গে ইংল্যান্ড ক্রিকেটের সঙ্গে অদ্ভুত যোগ রয়েছে। ছয় বছর আগে লর্ডসে ঠিক এই দিনেই বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। ২০২৫-র ১৪ জুলাই, লর্ডসে ভারতের বিরুদ্ধে আরও এক নাটকীয় টেস্ট জিতল ইংল্যান্ড। কাকতালীয় হতে পারে। বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারে ইংল্যান্ডের জয়ের দুই নায়ক ছিলেন বেন স্টোকস আর জোফ্রা আর্চার। ভারতের বিরুদ্ধে টেস্ট জয়ের ক্ষেত্রেও এই দু’জনের অবদান সবচেয়ে বেশি।
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস মাচের সেরা হয়েছেন। শুধু ব্যাটিং-বোলিং নয়, স্টোকস প্রথম ইনিংসে ঋষভ পন্থকে যে রানআউট করেছিলেন, অনেকের মতে লর্ডস টেস্টের আসল টার্নিং পয়েন্ট ওটা। কারণ ঋষভ তখন আউট না হলে ভারত প্রথম ইনিংসে লিড পেয়ে যেত। আর আর্চার? প্রথম দুটো টেস্টে ছিলেন না। লর্ডসে ফিরেই বুঝিয়ে দিলেন টেস্ট টিমে তাঁর প্রয়োজনীয়তা কতটা। দ্বিতীয় ইনিংসে তিনটে উইকেট নিলেন। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঋষভের উইকেটও রইল। তাই ম্যাচের পর ইংল্যান্ড অধিনায়কও অনর্গল আচার-বন্দনা করে গেলেন। তবে টেস্ট হারলেও টিমের লড়াইয়ে গর্বিত ভারতীয় অধিনায়ক শুভমান গিল।
আপাতত লম্বা ব্রেক। তারপর ম্যাঞ্চেস্টার টেস্ট। তবে জশপ্রীত বুমরাহকে ওই টেস্টে খেলানো হবে নাকি বিশ্রাম দেওয়া হবে, সেটা নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন শুভমান। ঋষভের পরের টেস্টে খেলা নিয়ে কোনও সমস্যা নেই,সেকথা জানিয়ে গেলেন ভারত অধিনায়ক। লর্ডসে ইংল্যান্ডের টেস্ট জয়ের দিনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই ঐতিহাসিক জার্সি ওড়ানোর প্রসঙ্গও চলে এল।
চতুর্থ দিন সকাল থেকেই লর্ডসে ন্যাটওয়েস্ট জয়ের পর ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত সেই জার্সি ওড়ানোর ভিডিও দেখানো হচ্ছিল। যা দেখে আর্চারের মনে হয়েছিল, ওটা তাঁদের বিশ্বকাপ জেতার ভিডিও। ওই ভিডিও দেখতে দেখতেই ইংল্যান্ড পেসার স্টোকসকে বলেন, “আমাদের বিশ্বজয়ের ছয় বছর হয়ে গেল।” স্টোকস আবার ভুল শুধরে দিয়ে বলেন, ওটা ইংল্যান্ডের বিশ্বজয়ের ভিডিও নয়। তাতে কী? ১৪ জুলাই আর লর্ডস ইংল্যান্ড ক্রিকেটের কাছে যে এক রোমান্টিক অধ্যায় হয়েই থেকে গেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.