প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলঙ্কিত ইংলিশ ক্রিকেট! এক মহিলাকে যৌন হেনস্তা, অন্যের পানীয়তে মাদক মেশানোর অভিযোগ উঠল ইংল্যান্ড ক্রিকেটের এক বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই তদন্তের মুখোমুখি তিনি। আপাতত প্রকাশ করা হয়নি তাঁর নাম।
২২ মে দক্ষিণ-পশ্চিম লন্ডনের একটি পাবে স্পাইকিংয়ের ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কারও অনুমতি ছাড়া খাবার বা পানীয়তে মাদক জাতীয় কিছু মেশানো হলে তাকে স্পাইকিং বলা হয়। এই বিষয়ে অভিযোগ দায়েরের পর জুন মাসে ৪০ বছর বয়সি ওই ব্যক্তিকে মেট্রোপলিটন পুলিশের তরফে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ পর্ব এখনও জারি রয়েছে।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, “দু’জন মহিলাকে যৌন নির্যাতন করা হয়েছে। এটা নিয়ে একজনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। ৫ জুন, বৃহস্পতিবার, ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ পর্ব এখনও চলছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।”
গত এক বছরে ইংলিশ ক্রিকেটে ধারাবাহিক অসদাচরণের ঘটনার মধ্যে ফের এমন ঘটনা প্রকাশ্যে এল। এর আগে আগস্টে দুই মহিলা জুনিয়র স্টাফকে অশ্লীল ছবি পাঠানোর দায়ে এক পেশাদার কোচকে ন’মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। ক্রিকেটের ডিসিপ্লিনারি সংস্থাও ঘোষণা করেছে, ক্রিকেট ডিসিপ্লিন প্যানেল (সিডিপি) নাম প্রকাশ না করার শর্তে কোচকে ন’মাসের জন্য নিষিদ্ধ করেছে। এর মধ্যে তিন মাস সাসপেন্ডের মেয়াদ ইতিমধ্যেই অতিক্রান্ত। এর আগে নভেম্বরে, পুরুষ ও মহিলা কাউন্টি দলের প্রাক-মরশুমের যৌন হেনস্টার দায়ে আরও এক পেশাদার কোচকে ছ’মাসের জন্য বরখাস্ত করা হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.