ছবি দেবাশিস সেন
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এজবাস্টনের মাঠে ‘গান’ গেয়েছেন আকাশ দীপ (Akash Deep)। সেখানে ভারতের দীপ জ্বলিয়েছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়ার পর বাংলার আকাশ দীপকে নিয়ে এখন প্রশংসার বন্যা। তাঁর অসামান্য বোলিংয়ের পর প্রথমবার এজবাস্টনে টেস্ট জয় তো বটেই, সঙ্গে বিদেশের মাটিতে সবচেয়ে বড় ব্যবধানে, ৩৩৬ রানে টেস্ট ম্যাচ জিতেছে ‘মেন ইন ব্লু’। এরপর তাঁকে নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন এক ইংরেজ সমর্থকও। তিনি আকাশ দীপের সম্মানে গান গেয়েছেন এজবাস্টনের স্টেডিয়ামের বাইরে। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল।
সিরিজের ফলাফল এখন ১-১। এজবাস্টনে টিম ইন্ডিয়ার জেতার পর মনখারাপ হওয়ার কথা ইংল্যান্ড সমর্থকদের। কিন্তু ‘স্পোর্টসম্যান স্পিরিট’-এর আদর্শ নিদর্শন রাখলেন ওই ইংরেজ ভক্ত। স্টেডিয়ামের বাইরে আকাশ দীপের স্মরণে তিনি গান গাইলেন। গভীর রসবোধে ভরা গানটি বিটলসের ‘লেট ইট বি’ গানের সুরে তৈরি এই শ্রদ্ধাঞ্জলি।
ইংরেজ দর্শকরা এমনিতেই ক্রীড়া সঙ্গীতের জন্য পরিচিত। বিশেষ করে ফুটবলে তো তাঁদের জুড়ি মেলা ভার। সেখানে প্রায় প্রত্যেক তারকাকে নিয়েই থাকে আলাদা আলাদা গান। ক্রিকেটেরও সেই সংস্কৃতির নিজস্ব সংস্করণ রয়েছে। মাঠে যখন ক্রিকেটাররা নামেন, তখন তা গেয়ে ওঠে ‘বার্মি আর্মি’। তাঁদের সুরের মূর্ছনায় উজ্জীবিত হন ক্রিকেটাররা। কিন্তু সেসব তো নিজেদের দেশের খেলোয়াড়দের জন্য। এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমী ছবি দেখা গেল। এক ইংরেজ সমর্থক গান বাঁধলেন সফরকারী ক্রিকেটার আকাশ দীপের জন্য।
গানের কলিগুলি ছিল, “আকাশ দীপ, আকাশ দীপ, আকাশ দীপ, আকাশ দীপ/ বোলিং ইংল্যান্ড আউট আকাশ দীপ।” অর্থাৎ প্রতীকী ব্যঞ্জনায় এখানে ২৮ বছরের বিলেতের আকাশে উজ্জ্বল ভারতীয় পেসারের ‘বীরত্বে’র কথাই বলা হয়েছে। প্রসঙ্গত, ইংল্যান্ডে মাটিতে এক টেস্টে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং করেছেন আকাশ দীপ। বার্মিংহাম টেস্টে তিনি পেয়েছেন ১৮৭ রানে ১০ উইকেট। ৩৯ বছর আগে এই বার্মিংহামেই চেতন শর্মা ১৮৮ রানে নিয়েছিলেন ১০ উইকেট। এরপর রয়েছেন জশপ্রীত বুমরাহ। ২০২১ সালে ট্রেন্ট ব্রিজে ১১০ রানে ৯ উইকেট নেন তিনি। ২০০৭ সালে জাহির খান এই ট্রেন্ট ব্রিজেই পান ১৩৪ রানে ৯ উইকেট।
The Poms do have a sense of humour : “Akash Deep Akash Deep Bowling England Out Akash Deep” (In Let It Be tune)
— Sameer (@BesuraTaansane)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.