সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি কেরিয়ারে ৭০ বার তিনি প্রথম ওভারে বোলিং করেছেন। কিন্তু এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে এই প্রথমবার প্রথম বলে ছক্কা খেলেন শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। সব মিলিয়ে ৩.৫ বলে দিলেন ৪০ রান। ভারতীয় ব্যাটারদের সামনে তাঁকে রীতিমতো অসহায় মনে হয়েছে। আর এমন নির্বিষ পারফরম্যান্সের পর তাঁকে নিয়ে মশকরায় মেতে উঠেছেন নেটিজেনরা।
প্রিয়াঙ্ক পাঞ্চাল নামে প্রথম শ্রেণির এক ক্রিকেটার লেখেন, ‘কেন যে শাহিন আফ্রিদিকে নিয়ে মাতামাতি হয়, বুঝতে পারি না। কয়েক বছর আগে কয়েকটি ম্যাচে ভালোই খেলেছিল। কিন্তু তারপর থেকে পারফরম্যান্স পড়তির দিকে। বোলিংয়ে না আছে কোনও গতি, না আছে শৃঙ্খলা। প্রথম শ্রেণির বোলারদেও আফ্রিদির থেকে ধারাবাহিকভাবে ভালো বল করতে দেখেছি।’
কয়েকজন তো তাঁর হাতে নতুন বল তুলে দেওয়ার ব্যাপারেও প্রশ্ন তুলেছেন। আরও এক নেট নাগরিক লিখেছেন, ‘শাহিনের না আছে পেশাদারিত্ব, না আছে শৃঙ্খলা।’ খেলার মাঠেও তাঁকে অওকাত বুঝিয়ে দিয়েছেন ভারতীয় ব্যাটাররা। পাকিস্তানের দেওয়া ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিধ্বংসী মেজাজে শুরু করেন অভিষেক। ইনিংসের প্রথম বলেই শাহিন আফ্রিদিকে বিশাল ছক্কা হাঁকান তিনি। এরপর শাহিনকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, “চল গিয়ে বল কর।”
জানা গিয়েছে, আফ্রিদিই প্রথমে ভারতীয় ব্যাটারকে উসকে দেওয়ার চেষ্টা করেছিলেন। তাই ব্যাট হাতে তো বটেই, মুখেও জবাব দিয়েছেন অভিষেক। ম্যাচের পর ভারতীয় ওপেনার অভিষেক শর্মা জানান, অকারণ কথাবার্তা বলছিল পাকিস্তানি বোলাররা। তাই ব্যাট হাতেই যথাযথ জবাব দিয়েছেন। নেটিজেনদের মতে, এর থেকে উচিত শিক্ষা পেয়েছে পাকিস্তান। তাই ভারতের বিরুদ্ধে নামার আগে এরপর থেকে সংযত থাকবেন পাক ক্রিকেটাররা।
I struggle to remember the last time Haris Rauf was effective. All talk, no play. Whole of Pakistani team is built on players hyped up internally by their ecosystem, who fizzle out internationally. False bravado can only take you so far in a game rewarding meritocracy
— Priyank Panchal (@PKpanchal09)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.