সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেস ব্যাটারির চার্জে ইংল্যান্ডকে ছারখার করে ওভালে ৬ রানে জিতেছে শুভমান গিলের ‘নতুন ভারত’। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের দাপটে পঞ্চমদিনে মাত্র ২৮ রানে ৪ উইকেট পড়েছে ইংল্যান্ডের। কিন্তু ভারতীয় পেসারদের কৃতিত্বে সন্দেহজনক গন্ধ পেলেন পাকিস্তানের প্রাক্তন পেসার সাব্বির আহমেদ। তাঁর অভিযোগ, বলে ভেসলিন ব্যবহার করেছেন সিরাজরা।
শেষদিনে বল সুইং করিয়েছেন কৃষ্ণরা। সিমের ব্যবহারে নাজেহাল করেছেন ইংরেজ ব্যাটাররা। পুরনো বলেই ভেলকি দেখিয়েছেন ভারতের পেসাররা। কিন্তু সাব্বিরের মতে, আইসিসির উচিত ওই বলটা পরীক্ষা করে দেখা। প্রাক্তন পাক পেসার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমার ধারণা ভারত বলে ভেসলিন লাগিয়েছে। নাহলে ৮০ ওভারের পরও বল কীভাবে ওরকম চকচক করে? আম্পায়ারের উচিত বলটাকে ল্যাবরেটরিতে পাঠানো।’
I think
India used Vaseline
After 80 + over
Ball still shine like new
Umpire should send this ball to lab for examine— Shabbir Ahmed Khan (@ShabbirTestCric)
তবে এহেন আজব অভিযোগে মজাই পাচ্ছেন নেটিজেনরা। মজার মজার কমেন্টও করছেন তারা। অনেকেই লিখেছেন, ‘এই জন্যই একটু পড়াশোনা করতে হয়’। বা কেউ লিখেছেন, ‘এবার আপনি একটু বার্নল ব্যবহার করুন।’ উল্লেখ্য, এই পাক বোলারকে আইসিসি ‘চাকিং’-এর অভিযোগে একবছর নিষিদ্ধ করেছিল। পাকিস্তানের হয়ে ১০টি টেস্টে ৫১টি উইকেট পেয়েছিলেন সাব্বির। ওয়ানডেতে ৩২টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৫৩। শেষবার তাঁকে পাক জার্সিতে বাইশ গজে দেখা গিয়েছিল ২০০৭-এ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.