প্রতীকী চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ শুরু ৯ সেপ্টেম্বর। তার আগে পাকিস্তানের মাঠে ভয়াবহ ঘটনা। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার একটি ক্রিকেট মাঠে খেলা চলাকালীন বোমা বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর।
পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলার কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন বলে খবর। পুলিশের অনুমান, ঘটনাটি পরিকল্পনা করেই ঘটানো।
বাজাউর জেলা পুলিশ অফিসার ওয়াকাস রফিক জানিয়েছেন, একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণের ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা গিয়েছে, ক্রিকেট মাঠে বিস্ফোরণের পর চারদিক ধোঁয়ায় ঢাকা পড়ে গিয়েছে। এরপর রীতিমতো হুড়োহুড়িও শুরু হয়ে যায়। পদদলিত হওয়ার মতোও ঘটনা ঘটতে পারে বলে অনুমান।
ওই পুলিশকর্তার মন্তব্য, আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে যেখানে তাদের চিকিৎসা চলছে। এক সপ্তাহ আগেও একই জায়গায় কোয়াডকপ্টারের সাহায্যে একটি পুলিশ স্টেশনে আক্রমণ করা হয়েছিল। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসী সংগঠন পুলিশ স্টেশন এবং কওসার ক্রিকেট গ্রাউন্ডে হওয়া হামলার দায় স্বীকার করেনি। ওই হামলায় একজন পুলিশ কনস্টেবল এবং একজন অসামরিক ব্যক্তি আহত হয়েছিলেন। ওয়াকাস রফিক স্বীকার করেন, এর আগে পুলিশ স্টেশনে হামলার চেষ্টা করেছিল সন্ত্রাসবাদীরা। তাদের উদ্দেশ্য সফল হয়নি। ইতিমইধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং পাক সেনা।
This is the menace of Khawarij!At Kausar Ground,Khar,Bajaur,a bomb blast was carried out during a cricket match,targeting innocent civilians.These beasts, who play with the blood of innocents, are the greatest enemies of Islam and humanity.
— Eagle Claw (@EagleClawStrike)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.