Advertisement
Advertisement
Rohit Sharma

অনুশীলনে রো-হিট তাণ্ডব! বিরাট ছক্কায় নিজের ল্যাম্বরগিনিরই কাচ ভাঙলেন হিটম্যান?

কেন নিরাপত্তারক্ষীর উপর রেগে লাল রোহিত?

Fans claiming that Rohit Sharma smash his Lamborghini car while training in Mumbai
Published by: Arpan Das
  • Posted:October 11, 2025 9:16 am
  • Updated:October 11, 2025 9:31 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনুষ্ঠানিক ভাবে তাঁর মাথায় ভারত অধিনায়কের তাজ নেই। কিন্তু এখনও রোহিত শর্মা মানুষের মনের ‘নেতা’। আর নিজের শহরে তো তিনি ‘মুম্বই চা রাজা’। অজি সফরের আগে বহুরূপে ধরা দিলেন হিটম্যান। কখনও বিরাট ছক্কায় নিজের গাড়ির কাচ ভাঙলেন। কখনও বা রেগে লাল নিরাপত্তারক্ষীর উপর। ঠিক কী কী ঘটল মুম্বইয়ে শিবাজি পার্কে রোহিতের অনুশীলনে?

Advertisement

শুভমান গিলের কাছে নেতৃত্ব হারিয়েও মুষড়ে পড়েননি হিটম্যান। বরং অজি সফরের আগে চুটিয়ে অনুশীলন করছেন। আর সেই প্র্যাকটিস দেখতে হাজারে হাজারে মানুষ ভিড় জমাচ্ছেন। সেই সংখ্যাটা দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত যে টেস্ট খেলছে, তার চেয়ে অনেক বেশি। শিবাজি পার্কে দু’ঘণ্টা অনুশীলন করেন রোহিত। দর্শকরা তারিয়ে তারিয়ে উপভোগ করেন সেই দৃশ্য। অনুশীলনে ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার উপস্থিত ছিলেন। রোহিতের স্ত্রী ঋতিকাও ছিলেন।

সেখানে বিভিন্ন ধরনের শট খেলতে দেখা গিয়েছে তাঁকে। কভার ড্রাইভ, সুইপ কী ছিল না তাতে? আর ছিল বিরাট ছক্কার বর্ষণ। যার কয়েকটি মাঠের বাইরে গিয়ে পড়ে। এমনকী তার মধ্যে একটি নাকি রোহিতের ল্যাম্বরগিনিতে গিয়েও পড়ে। সোশাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, তাতে তাঁর গাড়ির কাচও নাকি ভাঙে। যে গাড়িটির দাম ৪ কোটি টাকা। তবে এই দাবির কোনও সত্যতা পাওয়া যায়নি।

কিন্তু যেটা দেখা গিয়েছে, সেটা হল রোহিতের প্রতি ভক্তদের উন্মাদনা। প্রাক্তন অধিনায়ক যখন মাঠ ছেড়ে বেরোচ্ছেন, তখন তাঁকে ঘিরে ভক্তদের বিরাট ভিড়। এমনকী অভিষেক নায়ার ‘বডিগার্ড’ হয়ে বলতে থাকেন, “ওর যেন গায়ে না লাগে।” আর রোহিতের জন্য কেন এত ভালোবাসা, তা তিনি নিজেও প্রমাণ করলেন। অনুশীলনের পর এক খুদে ভক্ত তাঁর দিকে ছুটে আসে। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলে। সেই দৃশ্য দেখে রেগে লাল হিটম্যান। চিৎকার করে উঠে নিরাপত্তারক্ষীকে থামান। ওই খুদে ভক্তও রোহিতের দিকে এগিয়ে আসে। সাধে কি ভক্তরা তাঁকে ‘মুম্বই চা রাজা’ বলে!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ