Advertisement
Advertisement
Rohit Sharma

‘তোমাকে ছাড়া বিশ্বকাপ আসবে না’, অনুশীলনে রোহিতের পুল শট দেখে মুগ্ধ ভক্তকুল, ভিডিও ভাইরাল

নেতৃত্ব হার‍ালেও পুরোদমে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন হিটম্যান।

Fans mesmerized after Rohit Sharma hits pull shot in practice

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:October 13, 2025 4:15 pm
  • Updated:October 13, 2025 4:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে অধিনায়কের তাজ সরে গিয়েছে তাঁর মাথা থেকে। কিন্তু জনমানসে আজও তিনি অপরিহার্য। দু’বছর পরে বিশ্বকাপ দলে তাঁকে অবশ্যই রাখা উচিত, দাবি ক্রিকেটপ্রেমীদের। সেই রোহিত শর্মাকে অনুশীলন করতে দেখার জন্যও ক্রিকেটপ্রেমীদের ভিড় উপচে পড়ছে। তাঁরাই বলছেন, রোহিতকে ছাড়া ২০২৭ বিশ্বকাপ জেতা যাবে না। অস্ট্রেলিয়া সফরে গিয়ে রোহিত দাপুটে ব্যাটিং করবেন, আশাবাদী ভক্তকুল।

Advertisement

নেতৃত্ব হার‍ালেও পুরোদমে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন হিটম্যান। মুম্বাইয়ের শিবাজি পার্কে অনুশীলন সারেন রোহিত। কভার ড্রাইভ, সুইপের মতো শটের ফুলঝুরি ফোটে তাঁর ব্যাট থেকে। হিটম্যানের সবচেয়ে প্রসিদ্ধ পুল শটও নিঁখুতভাবে মারেন। অনুশীলনে রোহিতকে এমন সাবলীলভাবে ব্যাট করতে দেখে মুগ্ধ ভক্তকুল। তাঁর ব্যাটিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে। তবে তার থেকেও বেশি ভাইরাল হয়েছে রোহিতের ব্যাটিং দেখে ভক্তদের প্রতিক্রিয়া।

এক ভক্ত বলছেন, “রোহিত ভাই, তোমাকে ছাড়া ২০২৭ বিশ্বকাপ জিততে পারব না।” হিটম্যানের পুল শট দেখে আরেক ভক্ত বলছেন, “অস্ট্রেলিয়ায় গিয়েও এভাবেই মারবে। সামনে স্টার্ক দাঁড়িয়ে রয়েছে দেখো।” উল্লেখ্য, অজি সফর রোহিতের কাছে অ্যাসিড টেস্ট হতে চলেছে। এই সিরিজে ভালো পারফর্ম করতে না পারলে অবসর নিতে বলা হবে হিটম্যানকে, এমনটাই মত ক্রিকেটমহলের একাংশের। সম্ভবত সেকথা মাথায় রেখেই অজি সফরের আগে ওজন কমিয়ে ফর্মে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন রোহিত।

উল্লেখ্য, দিনকয়েক আগেও তিন ঘণ্টা চুটিয়ে অনুশীলন করেছিলেন রোহিত। জানা গিয়েছে, ৮ থেকে ১০ জন বোলার নেটে বল করেছিলেন তাঁকে। সঙ্গী ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ফিজিও অমিত দুবে। অস্ট্রেলিয়ায় যে ধরনের পিচ হয়, সেই ধরনের বাউন্সি উইকেটে অনুশীলন করেন ৩৮ বছরের এই ক্রিকেটার। এমনকী তাঁকে শর্ট বল করার জন্য বারবার নির্দেশও দিতে দেখা গিয়েছিল। দিল্লিতে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচে যা দর্শক, তার থেকেও বেশি মানুষ হাজির ছিলেন রোহিতের অনুশীলন দেখতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ