Advertisement
Advertisement

Breaking News

Mohammad Shami

শামির সঙ্গে জমে উঠেছে প্রীতির কেমিস্ট্রি? দুই তারকার ছবি ঘিরে ক্রমেই বাড়ছে জল্পনা

ঘটনার দু'দিন গড়িয়ে গেলেও এই ছবি নিয়ে চর্চা যেন শেষই হচ্ছে না।

Fans React After Mohammad Shami Shares Picture With Preity Zinta | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 16, 2023 4:59 pm
  • Updated:April 16, 2023 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বৃহস্পতিবার পাঞ্জাবের বিরুদ্ধে গুজরাটের ম্যাচ শেষ হওয়ার পরই ক্যামেরাবন্দি হয়েছিল দৃশ্যটা। একফ্রেমে মহম্মদ শামি এবং প্রীতি জিন্টা। দু’জনের মুখেই চওড়া হাসি। এককালে প্রীতির পাঞ্জাব দলেই খেলতেন শামি। তাই এই ছবিতেই উসকে গিয়েছিল পুরনো স্মৃতি। এতদূর পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু ছবিটি পোস্ট করে শামি যে ক্যাপশনটি দেন, তা নিয়েই শুরু হয়ে যায় চর্চা।

Zinta

কী লিখেছেন শামি (Mohammad Shami)? তা আর জানতে বাকি নেই ক্রিকেটপ্রেমীদের। ‘পুরনো স্মৃতি আবার জীবন্ত হয়ে উঠেছে। ইওর্কার শেখা এখনও বাকি।’ এই দ্বিতীয় বাক্যটি নিয়েই নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছে। ঠিক কী কারণে শামি একথা লিখেছেন, সেটাই যেন জানতে আগ্রহী তাঁর অনুরাগীরা। নেটিজেনরা এ ছবি দেখে নানা ধরনের মজার মজার কমেন্ট করছেন। ঘটনার দু’দিন গড়িয়ে গেলেও এই ছবি নিয়ে চর্চা যেন শেষই হচ্ছে না।

[আরও পড়ুন: ‘ভিক্ষা চাওয়ার জন্য তৈরি হয়নি পাকিস্তান’, IMF’র টালবাহানায় হতাশ পাক প্রধানমন্ত্রী]

এক নেটিজেন লিখেছেন, দুসরা দিলেন শামি। অনেকে আবার ভারতীয় পেসারকে পরামর্শ দিচ্ছেন, সামনেই ওয়ানডে বিশ্বকাপ। তাই তাঁর খেলাতেই মন দেওয়া উচিত। আবার কেউ কেউ বলছেন, ওদিকে হাত বাড়িয়ে বিশেষ লাভ হবে না। তারকা ক্রিকেটার ও অভিনেত্রীর মধ্যে কি সত্যিই কোনও কেমিস্ট্রি তৈরি হচ্ছে? এত আলোচনায় জোড়ালো হচ্ছে জল্পনা। যদিও এখনও পর্যন্ত এসব মন্তব্য নিয়ে কোনও পালটা প্রতিক্রিয়া দেননি শামি কিংবা প্রীতি।

[আরও পড়ুন: আরএসএসের দায়িত্ব নিয়ে কাটিয়েছেন সাড়ে ৮ বছর, সেই চেনা আন্দামানে গিয়ে নস্ট্যালজিক দিলীপ ঘোষ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement