Advertisement
Advertisement
India-Pakistan

‘চাই না খেলা হোক’, ভারত-পাক ম্যাচ বয়কটের ডাক পহেলগাঁও জঙ্গিহানায় মৃতের বাবার

সরকারকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

Father of Pahalgaon terror attack victim calls for boycott of India-Pakistan match
Published by: Prasenjit Dutta
  • Posted:September 12, 2025 10:21 pm
  • Updated:September 12, 2025 10:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চর্চা অব্যাহত। অনেকেই এই ম্যাচের পক্ষে নন। এর মধ্যে বেশ কিছু প্রাক্তন ক্রিকেটারও রয়েছেন। তবে সরকারি নীতি মেনে বিসিসিআই জানিয়ে দিয়েছে, রবিবার দেখা যাবে দুই প্রতিদ্বন্দ্বী দেশের দ্বৈরথ। এই পরিস্থিতিতে মুখ খুললেন পহেলগাঁও জঙ্গিহানায় মৃত শুভম দ্বিবেদীর বাবা সঞ্জয় দ্বিবেদী। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন তিনি। 

Advertisement

কী বলেছেন তিনি? এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে সঞ্জয় দ্বিবেদী বলেন, “২০২৫ সালের ২২ এপ্রিল আমাদের দেশের ২৬ জন নির্দোষ মানুষকে হত্যা করে পাকিস্তান। ভারত সরকার জানিয়েছিল, পাকিস্তানের সঙ্গে কোনও রকম সম্পর্ক রাখবে না। রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। যেদিন থেকে আমি শুনেছি ভারত-পাকিস্তান মুখোমুখি হবে, সেদিন থেকেই কেবল আমি নয়, গোটা দেশ এর বিরোধিতা করে আসছে।”

এই ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, “এই ম্যাচ হোক, সেটা আমি চাই না। এর বিরোধিতা করছি। মানুষের অনুভূতির কথা মাথায় রেখে সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আর্জি জানাচ্ছি।”

পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে বিসিসিআই অবশ্য জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকার যা নির্দেশ দেবে, তা মেনে চলবে তারা। বহুদেশীয় প্রতিযোগিতা বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোনও নিষেধাজ্ঞা নেই। সেটা যদি এমন দেশ হয়, যাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয়, তাদের সঙ্গে খেলতেও অসুবিধা নেই। ফলে ভারতকে সেখানে সব ম্যাচ খেলতে হবে। আইসিসি বা এশিয়া কাপে বহুদেশ অংশগ্রহণ করে। তাই ভারতকে খেলতেই হবে। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে ‘শত্রু’ দেশের বিরুদ্ধে ভারত খেলবে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ