Advertisement
Advertisement
IND W VS PAK W

পোকা তাড়াতে হাজির মাঠকর্মী, সাময়িক বন্ধের পর ফের চালু ভারত-পাক ম্যাচ

গোটা স্টেডিয়ামে করা হল স্প্রে।

Field workers arrive to repel insects, India-Pak match resumes after temporary suspension
Published by: Prasenjit Dutta
  • Posted:October 5, 2025 5:59 pm
  • Updated:October 5, 2025 6:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েলের ধোঁয়া যখন ঘরে আসে, পোকামাকড় নাকি তখন জানালা দিয়ে পালায়। মহিলাদের বিশ্বকাপের ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান। স্টেডিয়ামের পোকামাকড় তো জানালা দিয়ে পালাতে পারে না! আর হলও তাই। মাঠ থেকে পোকারা না বেরলেও বাধ্য হয়ে স্টেডিয়াম ছাড়লেন দুই দলের ক্রিকেটাররা। সাময়িক বন্ধ করতে হয় খেলা। 

Advertisement

দেখা গেল, মাস্ক পরে কলম্বোর স্টেডিয়ামে হাজির হলেন মাঠকর্মীরা। ভারতের রান তখন ৩৪ ওভারে ৪ উইকেটে ১৫৪। অপরাজিত রয়েছেন জেমাইমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা। পোকাদের তাড়াতে গোটা স্টেডিয়ামে স্প্রে পর্যন্ত করতে হল। তবে খেলা সাময়িকভাবে বন্ধের আগেও পোকার উপদ্রবে বেশ কয়েকবার সমস্যায় পড়তে দেখা যায় ক্রিকেটারদের। ধাপে ধাপে খেলা বন্ধ রাখছিলেন তাঁরা। এমনকী পোকা তাড়াতে স্প্রে করতে দেখা যায় পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানাকে।

টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। এশিয়া কাপের পুনরাবৃত্তি মহিলা বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচেও। টসের সময় পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলালেন না ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। এরপর খেলার মাঝপথে দেখা যায় ক্রিকেটারদের মাথার উপর ভনভন করছে পোকামাকড়।

বিশেষ করে ব্যাটার, বোলার উইকেটকিপারদের সমস্যায় পড়তে দেখা যায়। পাক ক্রিকেটাররা আম্পায়ারের কাছ থেকে তোয়ালে চেয়ে পোকা তাড়ানোর চেষ্টাও করেন। কিন্তু কিছুতেই কিছু করা যাচ্ছিল না। পাক অধিনায়ক আম্পায়ারদের কাছে অভিযোগও করেন। শেষমেশ সাময়িকভাবে ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেন দুই আম্পায়ার। ১০ মিনিটের বিরতির পর আবার শুরু হয় ম্যাচ। ৩৫তম ওভারটি করেন নাশরা সান্ধু।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ