Advertisement
Advertisement
Champions Trophy 2025

চ্যাম্পিয়ন ভারতকে অভিনন্দন ফিফার, নীল-সাদা আর্জেন্টিনার সঙ্গে ‘একই ভাইবস’ মেন ইন ব্লু-র

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরও অভিনন্দন জানিয়েছিল ফিফা।

FIFA congratulates India Cricket Team for winning Champions Trophy 2025
Published by: Arpan Das
  • Posted:March 10, 2025 2:00 pm
  • Updated:March 10, 2025 2:02 pm   

স্টাফ রিপোর্টার: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করল ফিফা। ফিফা ওয়ার্ল্ড কাপ পেজে রোহিতদের সেই ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে গতবার বিশ্বকাপ ফুটবল জয়ী আর্জেন্টিনা দলের ট্রফি নিয়ে সেলিব্রেশনের ছবিটিও। দুটি ছবিকে জুড়ে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সেম ভাইবস।’ মেসিদের পরনে দেখা যাচ্ছে চিরাচরিত নীল সাদা জার্সি। আর রোহিতদের পরনে নীল জার্সির উপর সাদা ব্লেজার। কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

Advertisement

ক্রিকেটারদের ছবি ফিফার পেজ থেকে শেয়ার হওয়ায় অবাক হয়েছেন অনেকেই। ব্লুটিক পাওয়া ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ পেজটির ফলোয়ার ৬২ মিলিয়ন। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ খেলেছেন রোহিত শর্মারা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন তারা। অধিনায়ক রোহিত শর্মর নেতৃত্ব ছাড়াও ফাইনালে তাঁর চোখ ধাঁধানো ৭৬ রানের ইনিংসটি প্রশংসা পাচ্ছে সর্বত্র। এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত।

গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপও জিতেছিল ভারত। তখনও ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পেজ থেকে আর্জেন্টিনা ও ভারতের ট্রফিজয়ের ছবি পোস্ট করা হয়েছিল। সঙ্গের ক্যাপশনে রোহিত শর্মার সঙ্গে যেন ইমোজির সাহায্যে হাত মেলাচ্ছেন লিওনেল মেসি। ঘটনাচক্রে যেভাবে মজার ভঙ্গিতে ট্রফি হাতে তুলে নিয়েছেন, তাতে অনেকেই মিল পাচ্ছেন মেসির সেই বিশেষ মুহূর্তের সঙ্গে। এবার অবশ্য রোহিত সেভাবে সেলিব্রেট করেননি। কিন্তু সাদা ব্লেজার্স পরিহিত রোহিতদের শুভেচ্ছা জানাতে ভোলেনি ফিফা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ