সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির ৪৪তম জন্মদিন (MS Dhoni Birthday)। আর সেই বিশেষ দিনে প্রাক্তন ভারত অধিনায়ককে অভিনব উপায়ে শুভেচ্ছা জানাল ফিফা (FIFA)। কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ডেভিড বেকহ্যামদের জার্সি নম্বর ব্যবহার করে মাহিকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ধোনির জন্মদিনটিকে ‘থালা ডে’ বলে অভিহিত করেছে ফিফা।
মহেন্দ্র সিং ধোনির প্রতি অনন্ত ভালোবাসা মানুষের। ভৌগলিক সীমানা অতিক্রম করে তা ছড়িয়ে পড়েছে বিশ্বের সর্বত্র। গতবছর ইউরো কাপ শুরুর আগেও ধোনিকে অভিনব সম্মান দিয়েছিল ফিফা। ফিফা বিশ্বকাপের সোশাল মিডিয়া পেজে, রোনাল্ডোর ছবি দিয়ে লেখা হয়েছিল, থালা ফর আ রিজন। অর্থাৎ সাত নম্বর জার্সিধারী রোনাল্ডো আর সাত নম্বর জার্সি পরা ধোনি-দুই কিংবদন্তিকে একাসনে বসিয়ে সম্মান দিয়েছিল ফিফা।
এবার ধোনির জন্মদিনেও অভিনব উদ্যোগ নিল ফিফা। তাদের ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে সাত নম্বর জার্সি পরা তিন বিখ্যাত ফুটবলারকে-রোনাল্ডো, বেকহ্যাম এবং সন হিউং মিনকে। তাঁদের জার্সির নম্বরের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন ‘বার্থডে বয়’ ধোনিকে। চিরাচরিত ‘হ্যাপি বার্থডে’ না বলে ফিফার বার্তা, ‘হ্যাপি থালা ডে’। অর্থাৎ আজকের দিনটা পুরোটাই ধোনির। ফিফার তরফে এমন শুভেচ্ছাবার্তা দেখে আপ্লুত ধোনিভক্তরা।
View this post on Instagram
তবে বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন ক্যাপ্টেন কুল। ৪৪তম জন্মদিনেও অনাড়ম্বরভাবে কেক কাটেন তিনি। বন্ধুদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালনের সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, কেক কাটার আগে সকলের অনুমতি নিচ্ছেন ‘থালা’। তবে তিনি নিজে জন্মদিন নিয়ে খুব বেশি হইচই না করলেও মাহিকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত গোটা ক্রিকেটদুনিয়া। ভারতীয় দল থেকে শুরু করে সিএসকে, কেকেআর, মুম্বইয়ের মতো আইপিএল টিম, প্রাক্তন সতীর্থ, আমজনতা-কে নেই সেই ভিড়ে। কিংবদন্তি জন্মদিন পালনে শামিল ক্রিকেটপ্রেমীরা সকলেই।
No big cameras, no perfect angles… just a simple raw moment in the gym, when you see that low quality gym video, you know the emotions are real.💛
No PR team, no HD cameras, no staged moment Just Mahi, in his vest and lowers, quietly cutting his cake with his people around. No…
— Abhinav MSDian™ (@Abhinav_hariom)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.