ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটে অবাক করা ঘটনা হামেশাই ঘটে। কিন্তু কানাডা বনাম স্কটল্যান্ডের ওয়ানডে ম্যাচ অনন্য নজিরের কারণে শিরোনামে উঠে এসেছে। এই ম্যাচে ইনিংসের প্রথম দু’বলে আউট হন কানাডার দুই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে প্রথমবার এমন ঘটনার সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব।
ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল কানাডা-স্কটল্যান্ড। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্কটল্যান্ডের অধিনায়ক। প্রথম ওভারের প্রথম বলেই উইকেট পান ব্র্যাড কারি। আউট হন আলি নাদিম। স্লিপে তাঁর ক্যাচ তালুবন্দি করেন মার্ক ওয়াট।
এরপর নামেন পরাগত সিং। কারির বলে নেওয়া স্ট্রেট ড্রাইভ করেন পরাগত। আটকানোর চেষ্টায় ছিলেন বোলার। বল তাঁর হাতে লেগে ভেঙে দেয় উইকেট। সেই সময় নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা অন্য ওপেনার যুবরাজ শর্মা ক্রিজ থেকে কিছুটা এগিয়ে ছিলেন। ফলে রান আউট হয়ে যান তিনি। এভাবেই টানা দু’বলে দুই ওপেনারের উইকেট খোয়ায় কানাডা।
ম্যাচে দাপট বজায় রাখে স্কটল্যান্ডই। একটা সময় কানাডার স্কোর ছিল ৫ উইকেটে ১৮। খারাপ শুরু সত্ত্বেও খারাপ শুরু সত্ত্বেও, শ্রেয়স মোভা ৬০ রানের লড়াকু ইনিংস খেলেন। লোয়ার অর্ডারও তাঁকে যথাসম্ভব সহায়তা করে। শেষমেশ ১৮৪ রানে থামে কানাডার ইনিংস। জবাবে ৪১.৫ ওভারে ৩ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় স্কটল্যান্ড।
Never happened before in international cricket
Canada lost BOTH openers in the first 2 balls of their innings vs Scotland
— FanCode (@FanCode)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.