দিল্লির হয়ে অনুশীলনে বিরাট।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি মাঠে নামবেন। অথচ তাঁর ভক্তকুল সেই ম্যাচ দেখা থেকে বঞ্চিত থাকবেন! তাও কী হয়! স্রেফ বিরাটের জন্য শেষবেলায় নিজেদের সম্প্রচার সূচিতে বড়সড় বদল করল JioCinema। ৩০ জানুয়ারি শুরু হতে চলা দিল্লি বনাম রেলওয়েজ রনজি ম্যাচ সরাসরি দেখতে পাবেন সমর্থকরা।
দীর্ঘ ১২ বছর পর রনজি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি। সেকারণেই দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। খেলার প্রথম দিনেই অন্তত ১০ হাজার দর্শক স্টেডিয়ামে আসতে পারেন বলে অনুমান। বিরাট ভিড় সামলাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে দিল্লির ক্রিকেট সংস্থা। কিন্তু প্রথমে ঠিক ছিল এই ম্যাচ লাইভ স্ট্রিমিং করানো হবে না।
বিসিসিআই জানায়, গ্রুপ পর্বের তিনটি ম্যাচ সরাসরি সম্প্রচার হবে জিও সিনেমায়। কর্নাটক বনাম হরিয়ানা, বাংলা বনাম পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর বনাম বরোদা। কিন্তু কোহলিকে ঘিরে সমর্থকদের উন্মাদনের কথা ভেবে শেষবেলায় সেই সূচিতে বদল করা হচ্ছে। তড়িঘড়ি জিওসিনেমা দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচ দেখানোর উদ্যোগ নিচ্ছে। সব ঠিক থাকলে কর্নাটক বনাম হরিয়ানা ম্যাচটির বদলে দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচ দেখানো হবে জিও সিনেমায়। বোর্ডের এক কর্তা পিটিআইকে জানিয়েছেন, “দিল্লির বাইরে বিরাটের বহু অনুরাগী আছে। তাদের কথা ভেবে জিও সিনেমা এই ম্যাচটা দেখানোর ব্যবস্থা করছে।” অর্থাৎ একজন মহাতারকার জন্য আলাদা করে ম্যাচ দেখানোর ব্যবস্থা হচ্ছে। শেষ কবে এমন হয়েছে ভারতীয় ক্রিকেটে?
আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রনজি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়েজের বিরুদ্ধে নামবেন বিরাটরা। তবে ঘরোয়া ক্রিকেট হলেও কিং কোহলিকে দেখতে উদগ্রীব ক্রিকেটপ্রেমীরা। রনজি ম্যাচেও স্টেডিয়ামের দর্শকাসন ভরে যেতে পারে বলে অনুমান ডিডিসিএর। সেকারণেই ম্যাচ চলাকালীন আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা রাখতে চাইছেন কর্তারা। ইতিমধ্যেই এই মর্মে বিশেষ চিঠি দেওয়া হয়েছে দিল্লি পুলিশকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.