Advertisement
Advertisement
Michael Slater

গার্হস্থ্য হিংসা থেকে অন্য মহিলাকে শারীরিক হেনস্তা, চার বছরের কারাদণ্ড প্রাক্তন অজি ক্রিকেটারকে

ইতিমধ্যেই একবছর কারাবাস করায় আপাতত তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

Former Australian Cricketer Michael Slater sentence to four years jail but walks free

মাইকেল স্লেটার। ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:April 22, 2025 4:36 pm
  • Updated:April 22, 2025 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছরের কারাদণ্ড হল অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল স্লেটারের। তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা থেকে অন্য এক মহিলাকে গলা টিপে ধরার মতো শারীরিক অত্যাচার-সহ মোট দশটির বেশি অভিযোগ রয়েছে। তবে আপাতত তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। কারণ তিনি ইতিমধ্যেই এক বছরের কারাবাস করেছেন।

Advertisement

২০২৩ সালে কুইন্সল্যান্ডের নুসা অঞ্চলে এক মহিলাকে হেনস্তা করেছিলেন ৫৫ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটার। তাঁকে নিয়মিত অনুসরণ করে ভয় দেখাতেন স্লেটার। গভীর রাতে জোর করে ওই মহিলার বাড়িও ঢুকে পড়েছিলেন তিনি। এমনকী গলা টিপে ধরার মতো অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু ওই মহিলা যাতে পুলিশের দ্বারস্থ না হন, তাই আত্মহত্যার হুমকি দিতেন। অবশেষে ২০২৪ সালের এপ্রিল মাসে স্লেটারকে গ্রেপ্তার করা হয়। এছাড়া এর আগে গার্হস্থ্য হিংসার অভিযোগও ছিল স্লেটারের বিরুদ্ধে। 

এদিন মারুশাইডোর জেলা আদালত তাঁকে চার বছরের কারাদণ্ডের সাজা দেয়। বিচারপতি গ্লেন ক্যাশের মতে, স্লেটারের মূল সমস্যা অতিরিক্ত মদ্যপান। তাঁর পুনর্বাসন খুব একটা সহজ নয়, কারণ মদ্যপান তাঁর জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে গিয়েছে। তবে আপাতত প্রাক্তন অজি ক্রিকেটারকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। কারণ এক বছর তিনি ইতিমধ্যে জেলে ছিলেন। এবং সেখানে যথেষ্ট ভদ্র ভাবেই ছিলেন। এমনকী পুরো বিচার প্রক্রিয়ার সঙ্গে সহযোগিতাও করেছেন।

উল্লেখ্য, ২০০৪ সালে ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিয়েছিলেন। তবে তার আগে থেকেই ফর্ম খারাপ হতে শুরু করে। অনেকে মনে করেন, অতিরিক্ত মদ্যপান তাঁর ক্রিকেট কেরিয়ারেরও ক্ষতি করেছে। দেশের হয়ে ৭৪টি টেস্টে ৫৩১২ রান আছে তাঁর নামে। করেছেন ১৪টি সেঞ্চুরিও। অস্ট্রেলিয়ার জার্সিতে ৪২টি ওয়ানডে’ও খেলেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement