Advertisement
Advertisement
Josh Hazlewood

আইপিএল’কে গুরুত্ব দিতে গিয়েই ডুবতে হয়েছে! হ্যাজেলউডকে তোপ প্রাক্তন ক্রিকেটারের

তিনি আস্থা রাখতে পারছেন না অস্ট্রেলিয়া দলের 'বিগ ফোরে'র উপরেও।

Former cricketer slams Hazlewood for giving importance to IPL
Published by: Prasenjit Dutta
  • Posted:June 16, 2025 10:53 am
  • Updated:June 16, 2025 10:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে নিজেদের সাম্রাজ্য খুইয়েছে অস্ট্রেলিয়া। আর ফাইনালে দুই ইনিংস মিলিয়ে মাত্র ২টি উইকেট পেয়েছেন অজি পেসার জশ হ্যাজেলউড। আর এতে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন তারকা মিচেল জনসন। মনোযোগের অভাবেই ডুবতে হয়েছে হ্যাজেলউডকে বলে তোপ দেগেছেন জনসন। তাঁর আরও অভিযোগ, আইপিএল’কে বেশি গুরুত্ব দিয়েই নিজের সর্বনাশটা ডেকে এনেছেন হ্যাজেলউড।

Advertisement

এবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শিরোপা জিতেছেন হ্যাজেলউড। তবে, এতে একেবারেই খুশি হতে পারেননি জনসন। তিনি বলেন, “গত কয়েক বছর ধরে চোট সমস্যায় ভুগছে হ্যাজেলউড। তাছাড়াও ও দেশের হয়ে খেলার চেয়ে আইপিএল’কেই বেশি গুরুত্ব দিচ্ছে। এটা খুবই চিন্তার বিষয়।”

এবারের আইপিএলে আরসিবি’র হয়ে ১২ ম্যাচে ২২টি উইকেট শিকার করেছেন হ্যাজেলউড। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে ফিরে এসেই অষ্টরম্ভা! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সব মিলিয়ে ৩৪ ওভারে ৮৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। এই পরিস্থিতিতে জনসন আর আস্থা রাখতে পারছেন না অস্ট্রেলিয়া দলের ‘বিগ ফোরে’র উপর। ব্যাপারটাকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়। তাই এখন থেকে ভবিষ্যতের দিকে টিম ম্যানেজমেন্টের তাকানো উচিত বলে মনে করেন অস্ট্রেলিয়ার হয়ে ৭৩ টেস্টে ৩১৩ উইকেট নেওয়া প্রাক্তন পেসার।

তিনি বলেন, “মনে হয় না আমাদের ‘বিগ ফোর’ অর্থাৎ মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স এবং ন্যাথান লিওঁকে নিয়ে ভবিষ্যতে এগনো যাবে। মনে রাখতে হবে, সামনেই কিন্তু অ্যাশেজ। সেই কারণে এখন থেকেই দল নির্বাচনের ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে দিতে হবে।” উল্লেখ্য, এই পরিস্থিতিতে জনসনের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, টেস্ট দলের খোলনলচে বদলে ফেলার সময় এসেছে টিম ম্যানেজমেন্টের। এমনকী অজি মিডিয়াতেও অস্ট্রেলিয়া দলে ‘পরিবর্তন’-এর ডাক উঠেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement