সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের টেস্ট ক্রিকেটে সমাপ্ত কোহলি জমানা। অনেক রেকর্ড, সাফল্য-ব্যর্থতা সব নিয়েই শেষ হল বিরাট সফর। আর তারপর কোহলির বন্দনায় মুখর ক্রিকেট দুনিয়া। শচীন থেকে শামি, কে নিয়ে সেই তালিকায়। একনজরে দেখে নেওয়া যাক, কে কী বললেন?
ক্রিকেটের ‘ঈশ্বর’ শচীন তেণ্ডুলকর লিখেছেন, ‘নতুন প্রজন্ম তোমার উত্তরাধিকার বয়ে নিয়ে যাবে। অসংখ্য তরুণ তোমায় দেখে অনুপ্রাণিত। তোমার টেস্ট কেরিয়ার অসাধারণ। তুমি ভারতীয় ক্রিকেটকে রানের চেয়েও বড় অনেক কিছু দিয়েছ। দারুণ একটা টেস্ট কেরিয়ারের জন্য তোমাকে অভিনন্দন।’
প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক লিখেছেন, ‘ইংল্যান্ড সফরে কোহলিকে দেখা যাবে না। সেটা দুঃখজনক। ও ক্রিকেটের কিংবদন্তি। অসাধারণ ব্যাটসম্যান, অনবদ্য অধিনায়ক। আর টেস্ট ক্রিকেটের মূল্য বোঝে।’ ভারতের জাতীয় দলের কোচ গৌতম গম্ভীরের বার্তা, ‘তুমি সিংহ হৃদয়। তোমাকে মিস করব চিকস’।
Sad we won’t get to see one last time this summer.
He has been a legend of the game: a superb batsman, an astute captain and a formidable competitor who always understood the true value of Test cricket.
— Rishi Sunak (@RishiSunak)
ফিফা বিশ্বকাপও লিখেছে, ‘লাল বলের ক্রিকেটে অসাধারণ সফরের জন্য অভিনন্দন বিরাট’। সঙ্গে একটি মুকুটের ইমোজি। যা ‘কিং’ বোঝাচ্ছে কোহলিকে। অন্যদিকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ লিখেছেন, ‘হৃদয় দিয়ে, সাহসের সঙ্গে টেস্ট খেলেছ। শৃঙ্খলা, দায়বদ্ধতা আর ফিটনেশের অনন্য উদাহরণ তৈরি করেছ। তার জন্য তোমায় ধন্যবাদ।’
Congratulations on a stellar Test career. Thank you for championing the purest format during the rise of T20 cricket and setting an extraordinary example in discipline, fitness, and commitment. Your speech at the Lord’s said it all – you played Tests with heart, grit,…
— Jay Shah (@JayShah)
জশপ্রীত বুমরাহর বার্তা, ‘তোমার অধীনে টেস্ট অভিষেক হয়। দেশকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। তোমার আবেগ আর লড়াইকে মিস করব। কিন্তু এক অতুলনীয় ঐতিহ্য তুমি রেখে যাচ্ছ।’ শুভমান গিল লিখেছেন, ‘তোমার জন্য যাই লিখি না কেন, তা কম হয়ে যায়। ১৩ বছর বয়সে তোমাকে ব্যাট করতে দেখেছি। তারপর তোমার সঙ্গে ব্যাট করেছি। তুমি শুধু একটা প্রজন্মকে অনুপ্রাণিত করোনি। লক্ষ লক্ষ মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছ।’
ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না। তুমি বর্তমান যুগের অতিমানব। যেভাবে তুমি খেলেছ, নেতৃত্ব দিয়েছ, টেস্ট ক্রিকেটের অ্যাম্বাসাডর তুমি। যে স্মৃতি তুমি উপহার দিয়েছ, তার জন্য ধন্যবাদ।’ ভারতের প্রাক্তন তারকা ঝুলন গোস্বামীর বার্তা, ‘সাদা জার্সিতে কোহলি মানেই অন্য আবেগ। সেটা শুধু স্কিল নয়। ও শুধু খেলতে আসেনি। দাপট দেখাতে এসেছিল। রাজত্ব করতে চেয়েছিল। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।’
আবার মহম্মদ শামি লিখেছেন, ‘তোমার আবেগ ছিল ছোঁয়াচে। তোমার মধ্যে আগুন ছিল। তোমার ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। সব কিছুর জন্য ধন্যবাদ।’ এবি ডি’ভিলিয়ার্স লিখেছেন, ‘অভিনন্দন প্রিয় বিসকোত্তি। তোমার দাপট ও স্কিল, চিরকাল আমাকে অনুপ্রেরণা জোগাবে।’ এছাড়া ঋষভ পন্থ, শিখর ধাওয়ান, বীরেন্দ্র শেহওয়াগরা বার্তা দিয়েছেন। শুভেচ্ছা বার্তা এসেছে বাংলাদেশের মুশফিকুর রহিমের তরফ থেকেও।
Virat, you’ve left an indelible mark on Test cricket. Your passion was infectious, your fire relentless, and your legacy will inspire generations.. Thank you for everything. Happy retirement, legend..
— (@MdShami11)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.