Advertisement
Advertisement
Shubman Gill

‘নিজের কিছু নেই, বিরাটকে নকল করছে’, মাঠে শুভমানের ‘অভিনয়ে’ ক্ষুব্ধ ইংরেজ তারকা

লর্ডসে গালাগাল দিতে শোনা যায় ভারত অধিনায়ককে।

Former England batter slams Shubman Gill's action on field

Published by: Anwesha Adhikary
  • Posted:July 13, 2025 1:59 pm
  • Updated:July 13, 2025 1:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজস্ব সত্ত্বা নয়, পূর্বসুরিদের মতো অভিনয় করছেন শুভমান গিল! বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন ইংরেজ ব্যাটার জোনাথন ট্রট। তাঁর কথায়, মাঠে যেভাবে অভিনয় করছে গিল, তাতে মনে হচ্ছে ও বিরাট কোহলিকে নকল করতে চাইছে। সেটা একেবারেই ভালো নয়।

Advertisement

মাঠে ঠিক কী করেছেন গিল? শনিবার প্রথম ইনিংসে অল আউট হওয়ার পর যেটুকু সময় বাকি ছিল তাতে অন্তত দু’ওভার বল করার লক্ষ্যমাত্রা ছিল ভারতীয় শিবিরের। দিনের শেষদিকে নতুন বলের সুইং সামলানোটা যে কোনও ব্যাটারের পক্ষেই চাপের। সে কারণেই কোনওভাবে দ্বিতীয় ওভার বল করার সময় যাতে ভারত না পায়, ইংরেজ ওপেনাররা সেটা নিশ্চিত করতে চাইছিলেন। তাই নানা আছিলায় সময় নষ্টের চেষ্টা করেন তাঁরা। তাতেই রেগে যান ভারত অধিনায়ক।

ক্রলি সময় নষ্টের চেষ্টা করলে তাঁর দিকে রীতিমতো মারমুখী ভঙ্গিতে তেড়ে যান গিল। আসরে নামেন ডাকেট। তিনি ভারত অধিনায়কের আগ্রাসনের প্রতিবাদ করেন। ইংরেজদের চোখে চোখ রেখে কথা বলেন ভারত অধিনায়ক। এগিয়ে যান কে এল রাহুল-সহ অন্য সতীর্থরাও। এই বচসার মধ্যে গালাগাল দিতেও শোনা যায় ভারত অধিনায়ককে। শুভমানকে সাধারণত শান্তভাবেই দেখা যায় মাঠে। কিন্তু লর্ডসে বিপক্ষকে স্লেজিং করেছেন তিনি। শনিবার রীতিমতো গালিগালাজ করেন শুভমান।

ভারত অধিনায়কের এমন আচরণ নিয়েই তোপ দেগেছেন ট্রট। তৃতীয় দিনের খেলার শেষে তিনি বলেন, “শুভমানের এই অভিনয়টা একেবারেই ভালো নয়। অধিনায়ক হিসাবে দলের মধ্যে আগ্রাসী মানসিকতা তৈরি করা ওর কাজ। কিন্তু ওর এক পূর্বসুরি আঙুল তুলে বিপক্ষের দিকে তেড়ে যেত, এখন সেটাই অনুকরণের চেষ্টা করছে শুভমান, এমনটাই মনে হচ্ছে। মাঠে লড়াকু মানসিকতা অবশ্যই থাকা উচিত, তবে মাঝে মাঝে সেই প্রতিদ্বন্দ্বিতার উর্ধ্বে উঠতে হয়।” যদিও এই বিতর্ক নিয়ে শুভমান কোনও প্রতিক্রিয়া দেননি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ