সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুষ্কা শর্মাকে বিয়ে করে এখন তিনি ঘোরতর সংসারী। কিন্তু একটা সময়ে বিরাট কোহলির সঙ্গে নিত্যনতুন মহিলাদের নাম জড়াত। জল্পনা শোনা যায়, অসংখ্য মহিলার সঙ্গে সম্পর্ক ছিল কিং কোহলির। সেরকমই এক প্রাক্তন প্রেমিকার সঙ্গে বিরাটের পুরনো ছবি আচমকাই ভাইরাল সোশাল মিডিয়ায়। সেই সঙ্গে নেটিজেনদের চর্চায় উঠে এসেছেন বিরাটের সেই প্রাক্তন, যিনি কিনা বলিউডের হারিয়ে যাওয়া এক অভিনেত্রী।
তিনি কে? বিরাটের সঙ্গে প্রায় দু’বছর সম্পর্কে ছিলেন ব্রাজিলিয়ান মডেল-অভিনেত্রী ইসাবেলা লেইতে। মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। ল্যাকমের মতো বিখ্যাত ব্র্যান্ডের বিজ্ঞাপনে তাঁকে দেখা গিয়েছে। কাজ করেছেন মিউজিক ভিডিওতেও। আমির খানের ছবি দিয়ে বলিউডে পা রাখেন ইসাবেলা। ২০১২ সালে তালাশ ছবিতে আমির খান-করিনা কাপুরদের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময়েই বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে বিরাটের সঙ্গে দেখা ইসাবেলার।
প্রায় বছর দুয়েক চুটিয়ে প্রেম করেন ইসাবেলা-বিরাট। তারপর দু’জনের পথ আলাদা হয়ে যায়। যদিও এই সম্পর্ক নিয়ে বিরাটের মুখে কিছু শোনা যায়নি। ২০১৪ সালে একটি সাক্ষাৎকারে ইসাবেলা বলেন, “ভারতে আসার পর আমার প্রথম বন্ধু ছিল বিরাট। অনেকটা সময় আমরা ডেট করেছি, প্রায় ২ বছর। তবে সেটা আমরা প্রকাশ্যে আনতে চাইনি।” বিরাটের পর সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও নাম জড়িয়েছিল ইসাবেলার। তবে সিদ্ধার্থকে নিছক বন্ধু বলেই মনে করেন তিনি।
২০২০ পর্যন্ত বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ইসাবেলা। তবে আপাতত বিনোদুনিয়া থেকে তিনি বহুদূরে। দোহায় থাকেন তিনি। দুই মেয়েকে নিয়ে ভরা সংসার তাঁর। মাঝে মাঝে সেই জীবনের ঝলক তুলে ধরেন সোশাল মিডিয়ায়। তার মধ্যেই আচমকা ভাইরাল হল বিরাটের সঙ্গে তাঁর প্রেমপর্বের ছবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.