Advertisement
Advertisement
Jasprit Bumrah

তিন নয়, ইংল্যান্ডে টানা পাঁচ টেস্টেই আগুন ঝরাতে পারেন বুমরাহ! কীভাবে?

শোনা যাচ্ছে, ইংল্যান্ডে তিনটি টেস্টের বেশি খেলতে পারবেন না বুমরাহ।

Former India bowling coach Bharat Arun thinks Jasprit Bumrah can bowl in five test matches
Published by: Arpan Das
  • Posted:June 8, 2025 4:39 pm
  • Updated:June 8, 2025 4:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কিছুদিনের অপেক্ষা। তারপরই ইংল্যান্ডে টেস্ট সিরিজ শুরু ভারতের। ইতিমধ্যেই বিলেতে পৌঁছে গিয়েছে শুভমান গিলের নেতৃত্বাধীন দল। কিন্তু একটা চিন্তা থেকেই যাচ্ছে। বুমরাহ কি টানা পাঁচ ম্যাচ বল করতে পারবেন? জানা যাচ্ছে, বুমরাহ তিনটি টেস্টে বল করার জন্য তৈরি। তাঁকে অধিনায়ক না করার নেপথ্যে এটাও একটা কারণ ছিল। কিন্তু ভারতের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ মনে করেন, তিনটি নয়, পাঁচটি টেস্টেই বুমরাহকে দিয়ে বল করানো সম্ভব। কীভাবে?

Advertisement

বর্ডার গাভাসকর ট্রফিতে বুমরাহ একটি টেস্টে নেতৃত্বে দিয়েছিলেন। আবার শেষ টেস্টে অধিনায়ক হলেও চোটের জন্য খেলতে পারেননি। সেই কথা মনে করিয়ে আগরকর বলেছিলেন, “আমরা ওকে বোলার হিসেবেই বেশি চাই। ১৫-১৬ জন প্লেয়ারকে সামলানোর চাপ ওর মাথায় দিতে চাই না। সামনে কঠিন সিরিজ। বুমরাহ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার। ও জানে, ওর শরীর কতটা ফিট।”

তবে সেসব সত্ত্বেও বুমরাহকে পাঁচ টেস্টে খেলানো সম্ভব। কীভাবে? তার ব্যাখ্যা দিচ্ছেন ভারতের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ। তাঁর সাফ কথা, বুমরাহকে খুব বেশিও ব্যবহার করা যাবে না। আবার খুব কম ব্যবহার করাও উচিত নয়। তিনি বলেন, “আমরা জানি না এক ম্যাচে বুমরাহকে কত ওভার বল করতে হবে। কিন্তু ম্যাচে যত বল করবে, সেই তুলনায় অনুশীলনে কম বল করাতে হবে। যাতে ও আবার ম্যাচের জন্য তৈরি হওয়ার পর্যাপ্ত সময় পায়। সেটা জিমের মাধ্যমেও হতে পারে কিংবা ফিজিওর মাধ্যমেও হতে পারে।”

তবে তিনি টিম ম্যানেজমেন্টকে সতর্ক করে দিচ্ছেন। অরুণ বলছেন, “বুমরাহকে সাবধানে রাখতে হবে। শুধু বল করা নয়, ওর মাঠে থাকারও গুরুত্ব আছে। অন্য বোলারদের পরামর্শ দেয়। আমি চাই ও সবকটা টেস্ট ম্যাচ খেলুক। যদি অন্য বোলারদের থেকে সাহায্য পায়, তাহলে পাঁচটা টেস্টই খেলতে পারবে। আমি মনে করি, প্রথম তিন টেস্ট খেলিয়ে ওকে বিশ্রাম দেব, এভাবে ভাবা উচিত নয়। কিন্তু যদি অনেক চাপ নিতে হয়, সেক্ষেত্রে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ