সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০২৪ সালে। বছর ঘুরতে না ঘুরতেই রাজনীতিতে পা রাখলেন কেদার যাদব। মঙ্গলবার মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে ও অশোক চৌহান-সহ অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
পুনের বাসিন্দা কেদার সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সঙ্গে দেখা করেন। তারপরই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে চর্চা শুরু হয়ে যায়। আর জল্পনা সত্যি করে এদিন নরিমান পয়েন্টে বিজেপির সদর সপ্তরে পদ্মশিবিরে যোগদান করেন কেদার। কিন্তু হঠাৎ রাজনীতি, বিশেষ করে বিজেপিতে কেন যোগ দিলেন? কেদারের বক্তব্য, “আমি ছত্রপতি শিবাজীর ভক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস উন্নতির রাজনীতি করছেন।”
অন্যদিকে মহারাষ্ট্রের বিজেপি সভাপতি বাওয়ানকুলে বলছেন, “আমার জন্য আজ খুব খুশির দিন। ক্রিকেটে ওর যথেষ্ট অবদান রয়েছে। কেদারের প্রচুর ভক্ত রয়েছে। ও জাতীয় আইকন। বিকশিত মহারাষ্ট্র গড়ে তোলার জন্য ও আমাদের দলে এসেছে। কেদারের দেখানো পথে তরুণ প্রজন্ম আমাদের দলে যোগ দিতে চাইবে।”
২০১৪ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় কেদারের। দেশের হয়ে ৭৩টি ওয়ানডে খেলেছেন। করেছেন ১৩৮৯ রান। সেই সঙ্গে ২৭টি উইকেটও আছে তাঁর ঝুলিতে। কেদারের অদ্ভুত বোলিং অ্যাকশন নিয়েও যথেষ্ট চর্চা হত। ২০১৯-এ ভারতের বিশ্বকাপ দলেও ছিলেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। উল্লেখ্য, এর আগে রবীন্দ্র জাদেজা বা গৌতম গম্ভীরের মতো ক্রিকেটার বিজেপিতে যোগ দিয়েছিলেন।
| Former Indian Cricketer Kedar Jadhav joins BJP in the presence of Maharashtra minister and state BJP chief Chandrashekhar Bawankule in Mumbai.
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.