সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে বিতর্কে জড়িয়েছিলেন পাকিস্তানি ধারাভাষ্যকার সানা মির। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। তা সত্ত্বেও ভারত-পাকিস্তান ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে কমেন্ট্রি করছিলেন সানা। ওই ম্যাচে খেলতে নামা পাক অলরাউন্ডার নাতালিয়া পারভেজ সম্পর্কে বলতে গিয়ে সানা বলেন, “নাতালিয়া আসলে আজাদ কাশ্মীরের বাসিন্দা। কিন্তু ক্রিকেটের জন্য তিনি লাহোরে চলে যান। ক্রিকেটজীবনের অনেকটাই লাহোরে কাটিয়েছেন তিনি।”
সেই মন্তব্য ভাইরাল হতেই তুমুল বিতর্ক শুরু হয় নেটদুনিয়ায়। পাক অধিকৃত কাশ্মীর, যার বৈধতা এবং আইনি স্বীকৃতি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে, সেই PoK-কে কীভাবে আজাদ কাশ্মীরের তকমা দিলেন প্রাক্তন পাক অধিনায়ক, সেই নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা।
বিতর্কের মাঝে অবশ্য ফিরিস্তিও দিয়েছিলেন সানা। তাতে অবশ্য ক্ষোভের গনগনে আঁচ কম হয়নি। এক নেটিজেন লেখেন, ‘কীভাবে এমন একটা বিষয়কে এড়িয়ে যাওয়া হচ্ছে? এটা সত্যিই দুর্ভাগ্যজনক! অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’ কেউ আবার আইসিসি’র ভূমিকায় অসন্তুষ্ট।
উল্লেখ্য, এক দীর্ঘ পোস্টে তাঁর বক্তব্যের ব্যাখ্যায় সানা লিখেছিলেন, ‘এক পাক ক্রিকেটারের বাসস্থানের উল্লেখ করেছিলাম শুধু এটা বোঝানোর জন্য যে ক্রিকেট খেলতে গিয়ে কত সমস্যার মধ্যে পড়তে হয়েছে। ধারাভাষ্যকাররা এমন মন্তব্য করেই থাকে। দয়া করে এই নিয়ে রাজনীতি করবেন না। বিশ্বমানের টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়ার সময়ে এমন অনুপ্রেরণামূলক কাহিনি তুলে ধরা হয়। কিন্তু ক্রীড়াব্যক্তিত্বদের নিশানা করে যেভাবে তিল থেকে তাল হচ্ছে, সেটা খুব দুর্ভাগ্যজনক।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.