ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি এশিয়া কাপে করমর্দন বিতর্ক নিয়ে সরগরম ক্রিকেটবিশ্ব। গ্রুপ পর্বের ম্যাচে সূর্যকুমার যাদব হ্যান্ডশেক করেননি বলে গোঁসা হয়েছে পাকিস্তানের। সেই রেশ এখনও কাটেনি। কিন্তু এই আবহে আচমকাই বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে পোস্ট করে বসলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ আমির। যা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল।
কোহলিকে ‘ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরা মানুষ’ বলেছেন আমির। এক্স হ্যান্ডেলে আমির লেখেন, ‘একটা জিনিস নিশ্চিত, ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড় এবং সেরা মানুষ বিরাট। ওর প্রতি শ্রদ্ধা।’ উল্লেখ্য, খেলোয়াড়ি জীবনে বেশ কয়েকবার কোহলির মুখোমুখি হয়েছিলেন আমির।
রবিবার এশিয়া কাপের সুপার কাপের ম্যাচে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। হ্যান্ডশেক নিয়ে ‘সরগরম’ পরিস্থিতিতে আমিরের এই পোস্ট নিয়ে রীতিমতো অবাক নেটিজেনরা। বাচ্চাদের মতো বায়নাক্কা করে আরব আমিরশাহীর বিরুদ্ধে প্রথমে খেলব না বলেও অবশেষে মাঠে নেমেছিল পাকিস্তান। তাদের দাবি ছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ। আইসিসি প্রাথমিক তদন্তে রাজি হলেও পাইক্রফটকে সরিয়ে দেওয়ার ব্যাপারে রাজি ছিল না আইসিসি।
তবে, এশিয়া কাপ বয়কটের হুমকি দিলেও তা থেকে শেষ পর্যন্ত চাপে পড়ে পিছু হঠতে হয়েছে পাকিস্তানকে। যা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে হাস্যস্পদ হয়েছে পাক বোর্ড। বৃহস্পতিবার আইসিসি সিইও সংযোগ গুপ্তা একাধিক অভিযোগ তুলে কড়া ইমেল করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। পাকিস্তান যে আমিরশাহী ম্যাচে একাধিক বার ‘প্লেয়িং কন্ডিশন’-এর আইন ভেঙেছে, তার উল্লেখ করা হয়েছে ওই ইমেলে। এই আবহে প্রাক্তন পাক পেসার মহম্মদ আমিরের এই পোস্ট। আর যা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.