সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের কাছে গোহারান হারের পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণের দাবি তুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসি তাতে পাত্তা দেয়নি। এরপর রীতিমতো ‘গোঁসা’ করে আরব আমিরশাহী ম্যাচ খেলব না খেলব না করেও খেলেছে পাকিস্তান। তবে এসব ভুলে এখন পাকিস্তানের লক্ষ্য সূর্যকুমার যাদব।
বুধবার ম্যাচ না খেলার হুঁশিয়ারি দিয়ে রেখেছিল পাকিস্তান। কিন্তু শেষমেশ রাজি হয় তারা। সেই সময় পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে বৈঠকে বসেন পিসিবি’র দুই প্রাক্তন প্রধান রামিজ রাজা এবং নাজম শেঠি। বৈঠক শেষে রাজা বলেন, “সবচেয়ে বড় আপত্তি ছিল ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচ পরবর্তী উপস্থাপনায় যে কথাগুলি বলেছিল, তা নিয়ে।”
১৪ সেপ্টেম্বর পাকিস্তানকে হেলায় হারিয়ে কী বলেছিলেন সূর্যকুমার? তিনি বলেছিলেন, “কয়েকটা কথা বলতে চাই। এর থেকে ভালো সুযোগ হয়তো পাব না। আমার মনে হয় স্পোর্টসম্যানশিপের ঊর্ধ্বেও কিছু জিনিস আছে। আমরা পহেলগাঁওয়ে নিহতদের পরিবারের পাশে আছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীরও পাশে রয়েছি। আমরা এখানে আসার সময়েই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, খেলতে আসছি। এর যোগ্য জবাব দিতে চেয়েছিলাম। মাঠেই এর যথাযথ জবাব দিয়েছি। বিসিসিআই এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত।” এই ঘটনা ভালো নজরে দেখেনি পাকিস্তান। আর তাই ম্যাচ হেরে গিয়েও নিজেদের দল নিয়ে কাটাছেঁড়া করার বদলে তাদের নিশানার ক্ষেত্র কখনও ম্যাচ রেফারি, কখনও ভারত অধিনায়ক।
তবে রামিজ রাজা দমবার পাত্র নন। তাঁর সংযোজন, “এটা ভালো দিক যে, ম্যাচ রেফারি ক্ষমা চেয়েছেন। এমন ঘটনা যাতে আবার না ঘটে, সেই দিকে নজর রাখতে হবে। একটা কথা, পাইক্রফট হল ভারতের প্রিয় ম্যাচ রেফারি। খোঁজ নিয়ে দেখুন, ভারতের বহু ম্যাচে দায়িত্ব সামলেছেন তিনি। এটা তো পক্ষপাতিত্ব। নিরপেক্ষতা দরকার।”
উল্লেখ্য, বুধবার আইসিসি’র চিঠিতে সাফ জানিয়ে দেওয়া হয়, সুযোগ থাকলেও অভিযোগের সঙ্গে দলের সদস্যদের কারওর বয়ান পেশ করেনি পাক বোর্ড। ম্যাচ রেফারি যা আচরণ করেছেন, সেটা এসিসি’র ভেন্যু ম্যানেজারের নির্দেশ মেনেই করেছেন। টসের সময় যাবতীয় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই পাইক্রফট এমন আচরণ করেছেন, সেটাও আয়োজক এবং দুই দলের ম্যানেজারের নির্দেশে। তাই পিসিবি’র যদি কোনও অভিযোগ থাকে, তাহলে সেটা এশিয়া কাপের আয়োজক অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বিরুদ্ধে দায়ের করা উচিত। সুতরাং, এত দহরম-মহরমের পরেও পাকিস্তান ক্রিকেটের মুখ যে ক্রমে পুড়েই চলেছে, তা বলাই বাহুল্য। হয়তো সেই কারণে কোনও ইস্যু না পেয়ে শেষমেশ সূর্যকুমারকে নিশানা করেছে পিসিবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.