সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষণা হয়েছে ভারতের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল। রোহিত শর্মার অধিনায়কত্ব হারানো নিয়ে আলোচনা চলছে। চর্চা চলছে ওয়ানডে দলে সঞ্জু স্যামসনের সুযোগ না পাওয়া নিয়েও। যা নিয়ে সুর চড়িয়েছেন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
ইংল্যান্ড সফরে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। পায়ের পাতায় সেই চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। তাই অস্ট্রেলিয়ায় তিনি নেই। কিন্তু বিতর্ক তৈরি হয়েছে পন্থের জায়গায় ওয়ানডে দলে সঞ্জু স্যামসনের জায়গায় ধ্রুব জুরেলকে দেখে।
নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, “আবারও খুবই অন্যায় হল। ওয়ানডে দলে থাকা উচিত ছিল সঞ্জুর। ও তো শেষ ওয়ানডেতে সেঞ্চুরিও করেছিল। আপনি কখনও ওকে ৫ নম্বরে ব্যাটিংয়ে পাঠাচ্ছেন। কখনও ওপেনিংয়ে। অন্য দিন ৭ বা ৮ নম্বরে। অদ্ভুত! আমার প্রশ্ন, ধ্রুব জুরেল হঠাৎ কীভাবে এল? সঞ্জু প্রথম একাদশে থাকতে পারে বা নাও পারে। কিন্তু ওকে বাদ দেওয়ার কারণই বা কী?”
তিনি আরও বলেন, “নির্বাচকরা তো এভাবে ক্রিকেটারদের বিভ্রান্ত করছে। আমরাও নিশ্চিত হতে পারছি না কী হবে। কখনও নেওয়া হয় যশস্বী জয়সওয়ালকে। পরের মুহূর্তে ওকে ছাঁটাই করা হয়। বারবার দল বদল করে ওরা তো খেলোয়াড়দের আত্মবিশ্বাসকেই ভেঙে ফেলছে।”
ওয়ানডে কেরিয়ারে এখন পর্যন্ত ১৪ ইনিংসে করেছেন ৫১০ রান। গড় ৫৬.৬৬। স্ট্রাইক রেট ৯৯.৬০। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং তিনটি হাফসেঞ্চুরি রয়েছে। ৫০ ওভারের ফরম্যাটে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ বার মাঠে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে ১১৪ বলে ১০৮ রানের ম্যাচজয়ী ইনিংস উপহার দিয়েছিলেন। সঞ্জুর সেঞ্চুরির সৌজন্যে ২-১ ব্যবধানে সিরিজও জেতে ভারত। প্রসঙ্গত, ওয়ানডেতে সুযোগ না পেলেও টি-টোয়েন্টি দলে রয়েছেন টিম ইন্ডিয়ার এই উইকেটরক্ষক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.