সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ দর্শক হোন বা ড্রেসিংরুমে থাকা ক্রিকেটার-ভারত বনাম ইংল্যান্ডের চলতি সিরিজে সকলের কানেই দেখা যাচ্ছে ছোট্ট লাল রঙের এক যন্ত্র। মাঠে বসে ব্যাট-বলের লড়াই দেখার ফাঁকেই ওই লাল যন্ত্রেও কান পাতছেন সকলে। কিন্তু এই যন্ত্রটি কী? কেনই বা স্টেডিয়ামে সকলের কানে দেখা যাচ্ছে এই ছোট্ট যন্ত্রটি?
লাল রঙের ছোট্ট এই যন্ত্রটি আসলে পোর্টেবল রেডিও। মাঠে বসে চাক্ষুষ খেলা দেখার ফাঁকে যেন খেলার বিশ্লেষণটাও দর্শকদের কাছে পৌঁছে যায়, সেজন্যই এই রেডিও থাকে স্টেডিয়ামে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের স্টেডিয়ামগুলিতেই মূলত এই পোর্টেবল রেডিওর ব্যবস্থা রয়েছে। মাঠে ঢোকার সময়ে দর্শক থেকে সাংবাদিক, সকলেই এই রেডিও নিতে পারেন নির্দিষ্ট মূল্যের বিনিময়ে।
জানা গিয়েছে, চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে স্কাই স্পোর্টস এবং বিবিসির কমেন্ট্রি হচ্ছে। মাঠে বসে দু’রকম কমেন্ট্রিই শুনতে পাবেন দর্শকরা। প্রেস বক্সে বসে থাকা সাংবাদিকরাও শুনতে পাবেন, ধারাভাষ্যকারদের আসনে বসে খেলা নিয়ে কে কেমন বিশ্লেষণ করবেন। দুই দলের যেসমস্ত ক্রিকেটাররা প্রথম একাদশের বাইরে রয়েছেন বা দলের সঙ্গ যেসমস্ত সাপোর্ট স্টাফ রয়েছেন, তাঁদের জন্যও এই লাল রঙের রেডিওর ব্যবস্থা রয়েছে। মাঠের যেকোনও প্রান্তে বসেই কমেন্ট্রি শুনতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। তবে স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলে আর কাজ করবে না এই রেডিও। তবে ভারতের স্টেডিয়ামগুলিতে এই ব্যবস্থা এখনও পর্যন্ত নেই।
পোর্টেবল এই রেডিওর মাধ্যমে দর্শকরা আরও বেশি একাত্ম হতে পারেন খেলার সঙ্গে। কমেন্ট্রি শুনেই ক্রিকেটপ্রেমীদের অনেকে বড় হয়েছেন। একাধিক হাইভোল্টেজ ম্যাচের সঙ্গে সেই খেলার কমেন্ট্রিও কার্যত ক্লাসিক হয়ে যায়। তাই মাঠে বসেই সেই কমেন্ট্রির আনন্দ উপভোগ করতে পারেন আমজনতা। অনেক সময়ে ড্রেসিংরুমে থাকা সাপোর্ট স্টাফরা মাঠের সর্বত্র দেখতে পান না। কিন্তু এইভাবে কমেন্ট্রির মাধ্যমে ফিল্ড প্লেসমেন্ট থেকে শুরু করে সমস্তই বুঝতে পারেন। ইংল্যান্ডের এই প্রযুক্তি দেখে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশের প্রশ্ন, এদেশের স্টেডিয়ামগুলোতে কেন নেই এমন ব্যবস্থা?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.