সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর নেতৃত্বে পয়েন্ট টেবিলে একেবারে মগডালে থেকে প্লে অফে নামবে পাঞ্জাব কিংস। যদিও এরপরেও ইংল্যান্ড সিরিজে জায়গা হয়নি ৩০ বছরের এই ক্রিকেটারের। ফর্মের তুঙ্গে থাকা সত্ত্বেও কেন তিনি জায়গা পেলেন না, তা নিয়ে চর্চা অব্যাহত। আর এবার এ ব্যাপারে মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর।
শ্রেয়স কেন টেস্ট দলে সুযোগ পাননি, এই প্রশ্নের জবাবে গম্ভীর অত্যন্ত সংক্ষেপে জবাব দেন, “আমি তো কোনও নির্বাচক নই।” ওয়াকিবহাল মহলের ধারণা, এত ক্ষুদ্র জবাব দিয়ে ‘শ্রেয়স প্রসঙ্গ’ কার্যত এড়িয়েই গিয়েছেন গৌতি। দল নির্বাচনের দিন ভারতীয় দলে শ্রেয়সের বাদ পড়া নিয়ে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর সাংবাদিকদের জানিয়েছিলেন, “ওয়ানডে সিরিজে ভালো খেলেছে শ্রেয়স। ঘরোয়া ক্রিকেটেও ছন্দে ছিল। তবে এই মুহূর্তে টেস্ট দলে ওর কোনও জায়গা নেই।” অর্থাৎ, ভালো খেলেও শ্রেয়সকে বাদ দেওয়া নিয়ে ‘আজব’ যুক্তি দেখিয়েছিলেন তিনি।
বুধবার, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ শ্রেয়সের বাদ পড়া নিয়ে তুলোধোনা করেছে বিসিসিআইকে। তিনি বলেন, “কোনও সন্দেহ নেই যে সাই সুদর্শন অসাধারণ ক্রিকেটার। মনে রাখতে হবে ওকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে আইপিএলে ভালো খেলার পরেই। শ্রেয়সও কিন্তু দারুণ ফর্মে রয়েছে। ২০২৩ বিশ্বকাপে সাড়ে পাঁচশো রান করেছিল ও।”
তিনি আরও বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শ্রেয়স দারুণ খেলেছে। এবারের আইপিএলে ওর রান সংখ্যা ৫১৪। একই সঙ্গে পাঞ্জাবকে নেতৃত্বও দিচ্ছে। একজনকে দলে নেওয়া হচ্ছে সাদা বলের পারফরম্যান্সের উপর ভিত্তি করে। আর-একজনের দলে সুযোগই মিলছে না। এমন দ্বিচারিতার কোনও অর্থ নেই।” উল্লেখ্য, ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে দল নির্বাচন নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.