Advertisement
Advertisement
Shubman Gill

‘ভালো অধিনায়ক হতে গেলে…’, ধোনির বিশেষ গুণ শিখতে শুভমানকে পরামর্শ কার্স্টেনের

'প্রথম দর্শনে বেশ ভালো লেগেছে গিলের অধিনায়কত্ব', বলছেন বিশ্বকাপজয়ী কোচ।

Gary Kirsten says Shubman Gill must learn man management from Dhoni

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 18, 2025 12:43 pm
  • Updated:July 18, 2025 12:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালো অধিনায়ক হতে গেলে মহেন্দ্র সিং ধোনির মতো ম্যান ম্যানেজমেন্ট শিখতে হবে। শুভমান গিলকে এই পরামর্শ দিলেন বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেন। ভারতীয় দলের প্রাক্তন কোচের মতে, প্রথম দর্শনে বেশ ভালো লেগেছে গিলের অধিনায়কত্ব। কিন্তু ভালো অধিনায়ক হতে গেলে ম্যান ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি।

Advertisement

আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলতে গিয়েছে ভারত। সদ্য অধিনায়কের দায়িত্ব পাওয়া গিল ব্যাট হাতে ইতিমধ্যেই এই সিরিজে ‘সুপারহিট’। টেস্ট কেরিয়ারের প্রথম ডবল সেঞ্চুরি, পরপর দুই টেস্টে সেঞ্চুরি-একঝাঁক নজির গড়ে ফেলেছেন ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’। কিন্তু তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। হেডিংলিতে প্রথম টেস্টে তাঁর শরীরীভাষা যথেষ্ট আগ্রাসী ছিল না বলেই মত ক্রিকেটবোদ্ধাদের। আবার লর্ডসে তৃতীয় টেস্টে গিলের আগ্রাসনকে ‘বিরাট কোহলির মতো অভিনয়’ বলে কটাক্ষ করেছেন অনেকে। দুই টেস্টেই ভারত হারার পরে নেতা শুভমানের সমালোচনাও বেড়েছে পাল্লা দিয়ে।

তবে নতুন অধিনায়কের পাশেই দাঁড়াচ্ছেন কার্স্টেন। প্রাক্তন দক্ষিণ আফ্রিকার তারকা একটি সাক্ষাৎকারে বলেন, “আমার মনে হয় ওর মধ্যে ভালো অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নেতৃত্ব দিতে গেলে অনেক কিছুই মাথায় রাখতে হয়। গিল নিজে ভালো ক্রিকেটার, খেলাটা নিয়ে ভাবনাচিন্তা করে। তবে ভালো অধিনায়ক হতে গেলে একসঙ্গে অনেক কিছু একেবারে নিখুঁত হতে হয়।”

ভালো অধিনায়ক হতে গেলে ম্যান ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি বলে মনে করেন বিশ্বকাপজয়ী কোচ। তাঁর কথায়, “আমার মনে হয় দলের খেলোয়াড়দের ম্যানেজ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে ধোনি অসাধারণ ছিল। শুভমান যদি ম্যান ম্যানেজমেন্টটা দারুণভাবে করতে পারে, তাহলে আমি মনে করি ভারতীয় দলের অনবদ্য ক্যাপ্টেন হতে পারে ও।” তবে কার্স্টেনের মতে, অধিনায়ক হিসাবে এখনও কিছুটা সময় দিতে হবে শুভমানকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement