Advertisement
Advertisement
Gautam Gambhir

২০২৭ বিশ্বকাপে অনিশ্চিত রোহিত-কোহলি? গম্ভীরের মন্তব্যে রো-কো’র ভবিষ্যৎ ঘিরে আশঙ্কা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট জয়ের পর কী বললেন গম্ভীর?

Gautam Gambhir hints at uncertain ODI future for Virat Kohli and Rohit Sharma

ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:October 14, 2025 12:49 pm
  • Updated:October 14, 2025 12:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা ও বিরাট কোহলি কি ২০২৭-র বিশ্বকাপে খেলবেন? দুজনেই এখন আর টি-টোয়েন্টি ও টেস্টে খেলেন না। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের জন্য যে ওয়ানডে দল ঘোষণা হয়েছে, সেখানে দুই মহাতারকাই আছেন। তবে রোহিত শর্মা আর এখন অধিনায়ক হন। মনে করা হচ্ছে ২০২৭-র বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানো হচ্ছে। সেখানে নেতৃত্ব দেবেন শুভমান গিল। আর বিশ্বকাপে যে রো-কো খেলবেই, তা নিয়ে নিশ্চয়তা দিলেন না গৌতম গম্ভীর।

Advertisement

বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০, কোহলি ৩৮। ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন উঠবেই। বলা যায়, আসন্ন অস্ট্রেলিয়া সফরে দুজন কীরকম খেলেন, সেদিকে সবার নজর থাকবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর গম্ভীর বলছেন, “৫০ ওভারের বিশ্বকাপ এখনও আড়াই বছর দূরে। আমার মতে, বর্তমান সময়ে থাকাটাই ভালো। সেটাই সব চেয়ে গুরুত্বপূর্ণ। এটা ঠিক যে, দুজনেই খুব ভালো প্লেয়ার। অস্ট্রেলিয়ার ওদের অভিজ্ঞতা কাজে লাগবে। আশা করি, দুজনেই অস্ট্রেলিয়ায় সফল হবে।”

আর যদি সফল না হয়? দুজনেই দীর্ঘদিন ধরে ভারতের হয়ে পারফর্ম করে এসেছেন। সেক্ষেত্রে একটা সিরিজ ব্যর্থ হলেই কি তাঁদের ‘বিদায়’ নিশ্চিত? তাছাড়া, তিনি স্পষ্ট করেও বলছেন না, দলে জায়গা হবেই। সেই সঙ্গে প্রশ্ন, এটা কি রো-কো’র উপর চাপ বাড়ানোর একটা পদ্ধতি? যে হয় পারফর্ম করো, নয়তো দলে জায়গা হবে না।

ইতিমধ্যেই জানা গিয়েছে যে, দুজনে ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারেন। জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। তার আগে বিজয় হাজারে ট্রফিতে অন্তত তিনটে ম্যাচে রোহিত-বিরাট খেলতে পারেন বলে খবর। রোহিত আট বছর বিজয় হাজারে খেলেননি। বিরাট শেষবার খেলেছেন ১৩ বছর আগে। তবে নির্বাচক প্রধান অজিত আগরকর স্পষ্ট করে দিয়েছেন, পারফর্ম করে দলে জায়গা করে নিতে হবে দুই নক্ষত্রকে। রোহিত অনুশীলন করে দিয়েছেন। বিরাটও অস্ট্রেলিয়া সফরে যাওয়ার জন্য ইংল্যান্ড থেকে ভারতে ফিরেছেন। সব মিলিয়ে অস্ট্রেলিয়া সফরেই কি আসল ‘পরীক্ষা’ রো-কো’র।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ