Advertisement
Advertisement
Gautam Gambhir

‘বাচ্চাটাকে অনেক সমালোচনা শুনতে হয়েছে’, ‘সমুদ্রে হাবুডুবু খাওয়া’ গিলকে রক্ষার শপথ গম্ভীরের

গিলের নেতৃত্বের ভূয়সী প্রশংসা হেড কোচের।

Gautam Gambhir praised Shubman Gill's captaincy

ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:October 11, 2025 4:14 pm
  • Updated:October 11, 2025 4:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে থাকলেও ওয়ানডে’তে অধিনায়কত্ব হারিয়েছেন রোহিত শর্মা। তাঁর জায়গায় টিম ইন্ডিয়ার নেতৃত্বে শুভমান গিল। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে গৌতম গম্ভীরের ভূমিকা রয়েছে। প্রথমে টেস্ট নেতৃত্ব, তারপর ওয়ানডে। গিলকে নেতা করা নিয়ে বিতর্ক হলেও গম্ভীর যেন ধনুকভাঙা পণ করেছেন, তাঁকে সফল করেই ছাড়বেন।

Advertisement

ভারতের হেড কোচ বলছেন, “আমার পুরো কথাবার্তা মনে আছে। একজন ২৫ বছর বয়সিকে টেস্ট অধিনায়ক করার সময় আমি একটা জিনিস স্পষ্ট করে দিয়েছিলাম, ‘তোমাকে গভীর সমুদ্রে ছুড়ে দেওয়া হয়েছে। এখান থেকে দুটো পথ আছে। তুমি হয় ডুবে যাবে, নয়তো বিশ্বমানের সাঁতারু হবে।’ আমার মতে ইংল্য়ান্ডে ৭৫০ রানের থেকেও ২৫ বছর বয়সে প্রথমবার টেস্ট অধিনায়ক হিসেবে নিজেকে, দলকে ও প্রত্যাশার চাপ সামলানোটা আসল বিষয়।”

গম্ভীরের সংযোজন, “আমার মনে হয় না, পরে কেরিয়ারে এর চেয়ে কঠিন মোকাবিলা করতে হবে। এরপর ১০ বছর, ২০ বছর, আবার ২ বছরও গিল অধিনায়ক থাকতে পারে, কিন্তু ওই আড়াই মাস সবচেয়ে চ্য়ালেঞ্জিং ছিল। ইংল্য়ান্ডের ব্য়াটিং খুবই শক্তিশালী। তাছাড়া আমাদের দল অনভিজ্ঞ। সেখানে ও খুব ভালো ভাবে চাপ সামলেছে। ওভাল টেস্টের পর আমি ওকে বলি, ‘তুমি সবচেয়ে কঠিন পরীক্ষাটা পাস করেছ। এবার বাকি কাজটা সহজ হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “গিল যোগ্য। কিন্তু বাচ্চাটাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। লোকে ওকে নিয়ে অনেক খারাপ কথা বলেছে। যেগুলো একেবারেই ঠিক নয়। আমি ওকে রক্ষা করব। কিন্তু ওর যা প্রতিভা, তাতে ওকে ইংল্যান্ডে ৭৫০ রান করতে দেখে আমি অবাক নই। তাছাড়া ওই সফরে সবাই চাপে ছিল। আমিও চাপে ছিলাম। কিন্তু ওকে একবারও চাপে পড়তে দেখিনি। ২৫ দিন ধরে মুখে হাসি ধরে রেখেছিল। তাই ইংল্যান্ডে ওর সাফল্য প্রাপ্য ছিল।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ