Advertisement
Advertisement
Gautam Gambhir

ওভালে পিচ কিউরেটকে ‘অশ্লীল ভাষায়’ আক্রমণ গম্ভীরের! শেষ টেস্টের আগে বাড়ছে উত্তাপ

ঘটনার ভিডিও ভাইরাল।

Gautam Gambhir reportedly had a heated argument with Lee Fortis, head groundsman at The Oval
Published by: Arpan Das
  • Posted:July 29, 2025 4:18 pm
  • Updated:July 29, 2025 4:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা টেস্টের আগে উত্তাপ ক্রমশ বাড়ছে। ম্যাঞ্চেস্টার টেস্টের হ্যান্ডশেক বিতর্ক থামার নাম নেই। এবার ওভালে পিচ কিউরেটরের সঙ্গে প্রবল বচসায় জড়ালেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এমনকী, তিনি নাকি ‘অশ্লীল ভাষায়’ আক্রমণ করেন ওভালের পিচ কিউরেটর লি ফর্টিসকে।

Advertisement

ম্যাঞ্চেস্টার টেস্ট নাটকীয় লড়াইয়ে ড্র হয়েছে। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য ওভালে নামবে গম্ভীর ব্রিগেড। সোমবারই লন্ডনে পৌঁছেছে ভারতীয় দল। মঙ্গলবার প্রথম অনুশীলন ছিল। কিন্তু জানা যাচ্ছে, মাঠের পরিষেবা নিয়ে অখুশি টিম ইন্ডিয়া। সেই নিয়ে পিচ কিউরেটর ফর্টিসের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন গম্ভীর। আঙুল উচিয়ে তাঁর দিকে তেড়েও যান তিনি। শোনা যায়, গম্ভীর বলেন, “আমরা কী করব, সেটা আপনি বলার কেউ নন।”

জানা যাচ্ছে, ওভালের পিচ কিউরেটর ও অন্যান্য মাঠকর্মীরা গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ করার হুমকি দেন। যার উত্তরে একটি অশ্লীল শব্দ বলার পর গম্ভীর বলেন, “যা খুশি করুন। যেখানে অভিযোগ করতে হয় করুন। আপনি একজন মাঠকর্মীর বেশি নন।” তবে ভারতের ব্যাটিং কোচ সীতাংশ কোটাক ও অন্যান্য সদস্যরা দু’পক্ষকে আলাদা করে দেন। গোটা ঘটনার ভিডিও ভাইরাল।

ম্যাঞ্চেস্টারে জাদেজা-সুন্দররা যখন সেঞ্চুরির মুখে, ড্রয়ের আজব প্রস্তাব দিয়েছিলেন স্টোকস। স্টোকস বুঝে গিয়েছিলেন, টেস্টের ভবিতব্য ড্র। সেই কারণেই তিনি জাদেজা এবং ওয়াশিংটনের কাছে এগিয়ে যান ড্রয়ের প্রস্তাব নিয়ে। করতে যান হ্যান্ডশেক। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন দুই ভারতীয় ব্যাটার। দুজনে সেঞ্চুরিও করেন। তবে প্রত্যাখ্যান মোটেও ভালোভাবে নেননি স্টোকস। মাঠেই অসন্তোষ প্রকাশ করে গোটা ইংল্যান্ড দল। ম্যাচ শেষে জাদেজাদের সঙ্গে হাতও মেলাননি স্টোকস। যা নিয়ে প্রবল বিতর্ক হয়েছে। এবার ওভাল টেস্টের আগে কিউরেটরের সঙ্গে ঝামেলায় জড়ালেন গম্ভীর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ