সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার বদলে ওয়ানডেতে ভারতের অধিনায়ক হয়েছেন শুভমান গিল। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়স আইয়ার। অনেক বদল ঘটলেও একটা বিষয়ে কোনও বদল নেই। টিম ইন্ডিয়ায় নিয়মিত হয়ে গিয়েছেন হর্ষিত রানা। সেই নিয়ে কম কটাক্ষও হচ্ছে না নেটদুনিয়ায়। এবার রানার হয়ে ব্যাট ধরলেন খোদ ভারতের কোচ গৌতম গম্ভীর। তাঁর বক্তব্য, যাঁরা হর্ষিতকে ব্যঙ্গ করে ইউটিউবে ‘ভিউ’ পায়, তাঁদের আচরণ লজ্জাজনক।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট জয়ের পর গম্ভীর বলছেন, “সত্যি কথা বলতে হর্ষিতকে ব্যঙ্গ করা লজ্জাজনক। যদি ইউটিউবে লোক বাড়ানোর জন্য কেউ ২৩ বছর বয়সি একজনের সমালোচনা করে, সেটা অন্যায়। ওর বাবা ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা বা প্রাক্তন ক্রিকেটার বা প্রবাসী ভারতীয় নয়। ও নিজের যোগ্যতায় ক্রিকেট খেলছে আর সেটাই করতে থাকবে। কোনও বিশেষ একজনকে লক্ষ্য করে মন্তব্য করা অন্যায়। কারও পারফরম্যান্স বিচার করার দায়িত্ব নির্বাচকদের। যদি তুমি একজন ২৩ বছর বয়সি ক্রিকেটারকে নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা কর, তাহলে তোমার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলব।”
এখানেই থামেননি গম্ভীর। তিনি আরও বলেন, “যদি তোমার ছেলে ক্রিকেট খেলে আর এই ধরনের হেনস্তা সহ্য করতে হয়, তাহলে কীরকম লাগবে? ওর বয়স ২৩, ৩৩ নয়। আমার সমালোচনা করুন, আমি সহ্য করে নেব। কিন্তু একজন ২৩ বছর বয়সির সমালোচনা করা গ্রহণযোগ্য নয়। নিজের ইউটিউব চ্যানেল চালানোর জন্য এই ধরনের কাজ করা উচিত নয়। ভারতীয় ক্রিকেটের প্রতি তোমাদের একটা নৈতিক দায়িত্ব থাকা উচিত। বিষয়টা শুধু হর্ষিত বলে নয়, বাকিদের ভবিষ্যৎ নিয়েও বলছি।”
আসলে গম্ভীরের জবাব কৃষ্ণমাচারির শ্রীকান্তকে উদ্দেশ্য করে। প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটারের ‘চিকি চিকা’ নামের একটি ইউটিউব চ্যানেল আছে। যেখানে নিজের ছেলে অনিরুদ্ধ শ্রীকান্তের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করেন তিনি। সেখানে শ্রীকান্ত বলেছিলেন, “দলে একজনের জায়গাই পাকা। সে হল হর্ষিত রানা। কেউ জানে না কেন ওকে সুযোগ দেওয়া হয়? কেউ পারফর্ম করলেও সুযোগ পায় না, আবার কেউ খারাপ খেললেও তাঁকে নেওয়া হয় না। তার থেকে হর্ষিত রানা হওয়াই ভালো। গম্ভীরের ‘ইয়েসম্যান’ হয়ে থাকলে দলে সুযোগ পাওয়া যায়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.