Advertisement
Advertisement
Gautam Gambhir

ঝুলছিল আইসিসির শাস্তির খাড়া! ওভাল টেস্টের আগে অন্য চিন্তাও ভাবিয়েছে গিল-গম্ভীরদের

শাস্তির মুখে দাঁড়িয়ে কী বলেছিলেন কোচ গম্ভীর?

Gautam Gambhir's response after ICC warned India of WTC penalty during Oval Test
Published by: Subhajit Mandal
  • Posted:August 9, 2025 12:49 pm
  • Updated:August 9, 2025 12:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভাল টেস্টে ৬ রানের জয়। ভারতীয় ক্রিকেটের সেরা জয়গাঁথাগুলির মধ্যে লেখা হয়ে গিয়েছে এই বন্দিত ইতিহাস। কিন্তু সেই ঐতিহাসিক টেস্টের পঞ্চম দিনের আগের রাতে রীতিমতো উভয় সংকটে পড়ে গিয়েছিল টিম ম্যানেজমেন্ট। হাতে পুঁজি কম, তাতে ৪টি ইউকেট তুলে নেওয়ার চাপ যেমন ছিল, তেমনই নাকি ছিল ওভাররেটের চিন্তাও।

Advertisement

আসলে ওভালে স্পিনাররা সেভাবে সাহায্য না পাওয়ায় বেশিরভাগ বোলিং করাতে হয়েছে পেস বোলারদের দিয়ে। বিশেষ করে চতুর্থ দিনের শেষ সেশনে প্রসিদ্ধ কৃষ্ণ এবং মহম্মদ সিরাজ বেশিরভাগ ওভার বল করেন। যার ফলে ওভার রেটে অনেকটা পিছিয়ে পড়ে টিম ইন্ডিয়া। চতুর্থ দিন ওভার রেটে অন্তত ৬ ওভার পিছিয়ে পড়েছিল ভারতীয় দল।

সূত্রের দাবি, ম্যাচ রেফারি জেফ ক্রো চতুর্থ দিনের শেষেই ভারতীয় দলকে জানিয়ে দেন, ওভার রেটে টিম ইন্ডিয়া অনেকটাই পিছিয়ে। যদি পঞ্চম দিন সেই ওভার রেট ঠিক না করা যায় তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চার পয়েন্ট কাটা যাবে। যার ফলে রীতিমতো চিন্তায় পড়ে যায় টিম ম্যানেজমেন্ট। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ম্যাচ রেফারির সতর্কবার্তা পাওয়ার পর কোচ গম্ভীর, ব্যাটিং কোচ শীতাংশু কোটাক এবং অধিনায়ক গিল একটি মিনি বৈঠক করেন। সেই বৈঠকে শীতাংশু কোটাক প্রস্তাব দেন, দরকারে স্পিনারদের দিয়ে বল করাতে হবে। কিন্তু কোচ গম্ভীর স্পষ্ট জানিয়ে দেন, নিতান্তই প্রয়োজন না পড়লে স্পিনারদের বল করানোর দরকার নেই। শুরু থেকে পেসারদের দিয়েই আক্রমণে নামা হোক।

আসলে গম্ভীর জানতেন, কোনওভাবেই পঞ্চম দিনের খেলা শেষ পর্যন্ত গড়াবে না। প্রথম সেশনেই শেষ হবে। তাই চার উইকেট তুলে নিতে পারলে ওভার রেটের সমস্যাটাও থাকবে না। কোচ গম্ভীরের সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত সঠিক বলে প্রমাণিত হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ