সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে চূড়ান্ত ফ্লপ। ৭ ম্যাচে করেছিলেন মাত্র ৪৮ রান। পরে আঙুলের চোটে পাঞ্জাব কিংস থেকে ছিটকেও যান। এবার আমেরিকার লিগে ঝড় তুলে রেকর্ড গড়লেন ‘ম্যাড ম্যাক্স’। কিছুদিন আগে ওয়ানডে থেকে অবসর নেওয়া অজি ক্রিকেটার ৪৯ বলে করলেন ১০৬ রান। সেঞ্চুরির রেকর্ডে ছুঁয়ে ফেললেন রোহিত শর্মাকেও।
মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিরুদ্ধে ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি ওয়াশিংটন ফ্রিডম দলের অধিনায়কের। প্রথম ১৫ বলে করেন মাত্র ১১ রান। তারপরই শুরু হল ধামাকা! পরের ৩৪ বলের মধ্যে হাঁকালেন ১৩টি ছক্কা, চার মারলেন মাত্র ২টি। তার মধ্যে প্রথম চারটি আসে নিজের ৭৮ রানের মাথায়। শেষ পর্যন্ত ৪৯ বলে করেন ১০৬ রান। যা টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাক্সওয়েলের অষ্টম সেঞ্চুরি। যে সেঞ্চুরির রেকর্ড আছে শুধুমাত্র রোহিত শর্মা ও জস বাটলারের। তবে ২২টি সেঞ্চুরিতে সবার উপর ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল।
এখানেই শেষ নয়। ম্যাক্সওয়েলই একমাত্র ক্রিকেটার, যাঁর ১০,৫০০ রান, ১৭৯টির বেশি উইকেট ও পাঁচটির বেশি সেঞ্চুরি রয়েছে। এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ম্যাক্সওয়েলের বাবা-মাও। ম্যাচের পর অজি ক্রিকেটার বলেন, “এখানে কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে এসেছিলাম। ফলে সাবধানে খেলতে হয়েছে। ঠিক করে নিয়েছিলাম, শেষ ৫-৬ ওভারে রান তুলতে হবে। আমার মা-বাবা সাধারণত আমার ব্যাটে রান দেখতে পান না। আজ সেটা করতে পেরে ভালো লাগছে।” ওয়াশিংটন ফ্রিডমের ২০৮ রানের জবাবে লস অ্যাঞ্জেলস গুটিয়ে যায় মাত্র ৯৫ রানে। ১১৩ রানে হারে শাহরুখ খানের দল।
Big Show ̶̶̶̶̶̶̶ Loaded |
— Washington Freedom (@WSHFreedom)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.