সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকার জন্ম দেয় রনজি ট্রফি। এ কথা প্রমাণিত হল ফের। প্রথম শ্রেণির এই ঘরোয়া প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে গোয়া এবং চণ্ডীগড়। সেই ম্যাচে অনন্য নজির গড়েছেন অভিনব তেজরানা। ঘরোয়া ক্রিকেটে অভিষেক ম্যাচে নেমেই দ্বিশতরানে ইতিহাস গড়লেন ২৪ বছর বয়সি এই ক্রিকেটার। এমন রেকর্ড কিন্তু শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলিদেরও নেই।
গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে রনজির প্রথম দিনের শেষে অভিনব অপরাজিত ছিলেন ১৩০ রানে। দ্বিতীয় দিন উইকেট কামড়ে পড়ে থেকে ৩০১ বলে ডবল সেঞ্চুরি করলেন। গোয়ার প্রথম ব্যাটার হিসাবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। রনজি ট্রফির ইতিহাসে ১৩তম ব্যাটার হিসাবে এই নজির গড়লেন তিনি।
এই তালিকায় রয়েছেন গুন্ডাপ্পা বিশ্বনাথ এবং ঘরোয়া ক্রিকেটের ‘জায়ান্ট’ অমল মুজুমদার।উল্লেখ্য, ২০২২ সালে গোয়ার হয়ে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর। রাজস্থানের বিপক্ষে ওই ম্যাচে ২০৭ বলে ১২০ রান করেছিলেন অর্জুন। তবে তিনি ডবল সেঞ্চুরি করতে পারেননি। এই দিক থেকে দেখতে গেলে অর্জুনকে পিছনে ফেলেছেন অভিনব।
বাঁ-হাতি ব্যাটার অভিনবের ২০৫ রান ছাড়াও ডবল সেঞ্চুরি করেছেন ললিত যাদবও। তাঁর সংগ্রহ ২১৩ রান। জোড়া ডবল সেঞ্চুরিতে ভর করে গোয়া প্রথম ইনিংসে করে ৫৬৬ রান। জবাবে চণ্ডীগড় ১৩৭ রানে গুটিয়ে যায়। ফলো-অন খেয়ে ফের ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে চণ্ডীগড় করেছে ৩ উইকেটে ১৫৯। এখনও ২৭০ রান পিছিয়ে তারা। অর্থাৎ, চতুর্থ দিন ম্যাচ জিতে পুরো পয়েন্ট পাওয়ার লক্ষ্যে নামতে চলেছে গোয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.