ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের পর এবার বাংলাদেশের সঙ্গেও ‘নো হ্যান্ডশেক’ নীতি সূর্যকুমার যাদবের? বুধবার ম্যাচ চলাকালীন এই প্রশ্নই ঘোরাফেরা করছিল ক্রিকেটমহলে। আসলে টস করতে নামা বাংলাদেশ অধিনায়ক জাকের আলির সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক। তারপর থেকেই জল্পনা শুরু হয়।
গ্রুপ পর্বে ভারত-পাক ম্যাচের পর থেকেই হ্যান্ডশেক বিতর্কে বিদ্ধ এশিয়া কাপ (Asia Cup 2025)। ১৪ সেপ্টেম্বর পহেলগাঁও হামলার পর প্রথমবার পুরুষদের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অদৃশ্য বয়কটের পথে হাঁটেন সূর্যকুমার যাদব। সেদিন টস করতে নেমে পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে করমর্দন করেননি ভারত অধিনায়ক। সেই আচরণ ঘিরে পরবর্তী এক সপ্তাহ ধরে উত্তাল হয় ক্রিকেটমহল। প্রত্যেকদিন একের পর এক নাটক চলতে থাকে এশিয়া কাপকে ঘিরে।
কিন্তু যাবতীয় বিতর্কের মাঝেও নিজের অবস্থান থেকে একচুল নড়েননি ভারত অধিনায়ক। সুপার ফোরের ম্যাচেও সেই অবস্থানেই অনড় থেকেছে তাঁর দল। তাই আম্পায়ারদের সঙ্গে হ্যান্ডশেক করলেও পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। হ্যান্ডশেক বিতর্কের জেরে আইসিসির কাছে ক্রিকেটারদের নামে অভিযোগও দায়ের করেছে দুই দেশ। ফলে এশিয়া কাপে ম্যাচের ফলাফলের থেকেও বেশি রোমাঞ্চকর হয়ে উঠছে, কে কার সঙ্গে হাত মেলালেন সেই দৃশ্যগুলি। এহেন পরিস্থিতিতেই বুধবার জাকের আলির সঙ্গে করমর্দন করেননি সূর্য।
সেই বিষয়টি নিয়েই সোশাল মিডিয়ায় হইচই পড়ে যায়। তবে বিতর্ক দানা বাঁধতে পারেনি সেভাবে। ম্যাচ শেষ হওয়ার পর প্রথা মেনেই একে অপরের সঙ্গে হাত মিলিয়েছেন ভারত এবং বাংলাদেশের ক্রিকেটাররা। সেই ছবিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। উল্লেখ্য, এই ম্যাচে বাংলাদেশকে দুরমুশ করে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত।
✅ Finally, the handshake after the win!
Sportsmanship ON POINT — that’s how it’s done!
Pakistani media, take notes — no drama, just respect.
Now don’t raise those questions again.— Sporttify (@sporttify)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.