ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তি। সেই উপলক্ষ্যে ইংল্যান্ডেই সেলিব্রেশনে মেতে উঠলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। একে-অপরের সঙ্গে খুনসুটি, কেক কাটা, হই-হুল্লোড়ে মাতলেন ঋষভ পন্থরা। তবে সেই সেলিব্রেশনের ভিডিও প্রকাশ হতেই চর্চা শুরু হয়েছে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) নিয়ে। প্রশ্ন উঠছে, জাড্ডুর কেরিয়ার কি শেষের দিকে?
দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছর ২৯ জুন টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দ্বৈরথ হিসাবে গেঁথে থাকবে ক্রিকেটপ্রেমীদের মনে। টি-২০ ব্রিগেডের হাত ধরে ১১ বছর পর আইসিসি ট্রফি এসেছিল ভারতের ঘরে। কিন্তু বিশ্বজয়ের পরেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নেন দুই কিংবদন্তি রোহিত শর্মা এবং বিরাট কোহলি। পরে আন্তর্জাতিক টি-২০ থেকে সরে দাঁড়ান জাদেজাও।
সেদিনের চ্যাম্পিয়ন স্কোয়াডের অনেকেই এখন ইংল্যান্ডে। তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি খেলেছেন। তাই বার্মিংহ্যামেই কেক কেটে বিশ্বজয়ের সেলিব্রেশন করল ভারতীয় দল। বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ঋষভ পন্থ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, যশস্বী জয়সওয়াল-সকলেই হইহই করছেন। দলের অন্যদের অনুরোধে বিশ্বজয়ের স্পেশাল কেক কাটেন বুমরাহ। তারপর সেই কেকের টুকরো জাদেজাকে খাইয়ে দেন। সঙ্গে সঙ্গে পন্থ বলে ওঠেন, “হ্যাপি রিটায়ারমেন্ট।” হাসতে হাসতে জাদেজার পালটা, “আরে ভাই একটাই ফরম্যাট থেকে অবসর নিয়েছি।”
In Birmingham, bringing in one-year anniversary of ‘s T20 World Cup 🏆 Triumph!
Core memory 🥹
— BCCI (@BCCI)
তবে ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে জাদেজার পারফরম্যান্স একেবারে জঘন্য। ব্যাট হাতে রান পাননি, দাগ কাটতে পারেননি বোলিংয়েও। দ্বিতীয় টেস্টে তাঁর পরিবর্তে কুলদীপকে খেলানোর দাবি করছেন ক্রিকেটবোদ্ধারা। এহেন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার রসিকতা দেখে নেটিজেনদের একাংশের প্রশ্ন, এবার কি তাহলে ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার পথে এগোবেন জাদেজা?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.