Advertisement
Advertisement
Asia Cup

‘ভেবেছিলাম পাকিস্তানের সঙ্গে সব বন্ধ হবে’, এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে ক্ষুব্ধ ভাজ্জি

বিশ্ব লেজেন্ডস লিগে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি উপেক্ষা করে পাক ম্যাচ বয়কট করেছিলেন হরভজন সিং।

Harbhajan Singh opens up on India-Pakistan match in Asia Cup
Published by: Anwesha Adhikary
  • Posted:September 12, 2025 4:26 pm
  • Updated:September 12, 2025 4:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পরবর্তী সময়ে ভারত-পাক ক্রিকেট ম্যাচ হওয়া নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছেন অবসরপ্রাপ্ত ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু প্রবল বিরোধিতা সত্ত্বেও এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বিশ্বকাপজয়ী তারকা হরভজন সিং।

Advertisement

মাসদুয়েক আগে বিশ্ব লেজেন্ডস লিগে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি উপেক্ষা করেছিলেন শিখর ধাওয়ান-ইউসুফ পাঠানরা। ভারতীয় দল সাফ জানিয়ে দিয়েছিল, কোনও পরিস্থিতিতেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলবে না তারা। পহেলগাঁও হামলার প্রতিবাদে টুর্নামেন্টের গ্রুপ পর্যায়েও পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারত। এই টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন ছিল টিম ইন্ডিয়া। কিন্তু দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বিসর্জন দিয়ে শিখরদের একজোট মত ছিল, “আমাদের দেশ সকলের উপরে। ইন্ডিয়াকে লিয়ে কুছ ভি।”

সেই ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন হরভজন। তাঁর মতে, “পহেলগাঁও হামলার পরে সকলেই বলছিলেন, পাকিস্তানের সঙ্গে খেলা, ব্যবসা কিছুই করবে না ভারত। আমরা বিশ্ব লেজেন্ডস লিগে খেলতে গিয়েছিলাম, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে নামিনি।” ভাজ্জির কথায়, “প্রত্যেকের আলাদা চিন্তাভাবনা রয়েছে, আলাদারকম আমাদের মানসিকতা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, দুই দেশের সম্পর্কে উন্নতি হলে তবেই ম্যাচ হওয়া উচিত। সরকার যদি ম্যাচ খেলার অনুমতি দেয়, তাহলে ম্যাচ হতেই পারে। কিন্তু খেলার আগে দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি হওয়া দরকার।”

পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে অবশ্য বিসিসিআই জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকার যা নির্দেশ দেবে, বিসিসিআই তা মেনে চলবে। বহুদেশীয় প্রতিযোগিতা বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোনও নিষেধাজ্ঞা নেই। সেটা যদি এমন দেশ হয়, যাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয়, তাদের সঙ্গে খেলতেও অসুবিধা নেই। ফলে ভারতকে সেখানে সব ম্যাচ খেলতে হবে। আইসিসি বা এশিয়া কাপে বহুদেশ অংশগ্রহণ করে। তাই ভারতকে খেলতেই হবে। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে ‘শত্রু’ দেশের বিরুদ্ধে ভারত খেলবে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ