Advertisement
Advertisement
IPL 2025

‘অনেকেই তো ব্যর্থ, শুধু অশ্বিন কেন বাইরে’, ধোনির দলে কি অন্তর্দ্বন্দ্ব? প্রশ্ন তুলছেন হরভজন

৯.৭৫ কোটি টাকা দিয়ে অশ্বিনকে কিনেছিল চেন্নাই।

Harbhajan Singh slams CSK over Ravichandran Ashwin's limited role
Published by: Arpan Das
  • Posted:May 2, 2025 3:02 pm
  • Updated:May 2, 2025 3:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল থেকে বিদায় হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের। বোলিং বিভাগ যদিও বা কাজ চালানোর মতো কাজ করেছে, ব্যাটিং বিভাগ ব্যর্থ। ‘ঘরওয়াপসি’ও ভালো হয়নি রবিচন্দ্রন অশ্বিন। অধিকাংশ ম্যাচেই তাঁকে বসিয়ে রাখা হয়। আর সিএসকে’র সেই সিদ্ধান্তেই চটে লাল প্রাক্তন স্পিনার হরভজন সিং।

Advertisement

এবারের মহা নিলামে ৯.৭৫ কোটি টাকা দিয়ে অশ্বিনকে কিনেছিল চেন্নাই। কিন্তু ১০টা ম্যাচের মধ্যে মাত্র ৭টিতে খেলেছেন তিনি। সেখানে তুলেছেন মাত্র ৫টি উইকেট। ওভার প্রতি দিয়েছেন প্রায় দশ রান। বুধবার পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচেও ছিলেন না। ঘটনাচক্রে সেই ম্যাচে হেরেই প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে ধোনির দল।

চেন্নাইয়ের এই সিদ্ধান্তে রীতিমতো স্তম্ভিত হরভজন। তিনি বলছেন, “চেন্নাই পরিস্থিতি বুঝে দলই বাছছে না। ওদের হাতে নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা আছে। পাঞ্জাবের বিরুদ্ধে অনায়াসে খেলতে পারত তিনজন। তাহলে চেন্নাই ম্যাচও জিততে পারত। দশ কোটি টাকা অশ্বিনকে কিনেছ কী বেঞ্চে বসিয়ে রাখার জন্য? আমি জানি না কেন ও খেলছে না। কিন্তু দেখে মনে হচ্ছে দলের কারওর সঙ্গে ওর ঝামেলা হয়েছে।” তাহলে কি সিএসকে’তে অন্তর্দ্বন্দ্ব চলছে? প্রশ্ন তুলছেন ভাজ্জি।

এখানেই শেষ নয়। চেন্নাই এই মুহূর্তে লিগ টেবিলের শেষে। ধোনির দলের ব্যর্থতার কারণ আলোচনা করতে গিয়ে হরভজন বলেন, “এমন নয় যে অশ্বিন একা ফর্মে নেই। অনেকেরই এক অবস্থা। কিন্তু তারা খেলে যাচ্ছে। শুধু অশ্বিন বাইরে। যে পিচে বল ঘুরছে, সেখানে অশ্বিনকে খেলানো উচিত ছিল।” ঘটনাচক্রে ওই ম্যাচেই চাহাল হ্যাটট্রিক করেছিলেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ