Advertisement
Advertisement
Harbhajan Singh

বন্যার্তদের পাশে ‘পাঞ্জাব দা পুত্তর’, ১১টি নৌকা-সহ অ্যাম্বুল্যান্স দান হরভজনের

ভাজ্জির আহ্বানে ক্রিকেটের সঙ্গে যুক্ত বেশ কিছু সংস্থাও এগিয়ে এসেছে।

Harbhajan Singh stands by to help flood victims in Punjab
Published by: Prasenjit Dutta
  • Posted:September 8, 2025 12:10 pm
  • Updated:September 8, 2025 12:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বন্যার কবলে পাঞ্জাব। জলের নিচে চলে গিয়েছে বিস্তীর্ণ অঞ্চল। লাফিয়ে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি এতটাই গুরুতর যে, পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায় বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের জন্য মন কাঁদছে ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংয়ের। বন্যাদুর্গতদের সাহায্যে পাশে দাঁড়িয়েছেন ‘পাঞ্জাব দা পুত্তর’।

Advertisement

রাজ্যসভার সাংসদ হরভজন সিং তাঁর সাংসদ তহবিলের টাকা থেকে ৮টি যন্ত্রচালিত নৌকা দান করেছেন। সঙ্গে নিজের টাকায় আরও তিনটি যন্ত্রচালিত নৌকা কিনে দিয়েছেন। এখানেই শেষ নয়। বন্যাদুর্গতদের সাহায্যার্থে ৫০ লক্ষ টাকা তুলে দিয়েছেন ‘মিস্টার টারবনেটর’। যেখানে তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু যথাক্রমে ১২ লক্ষ এবং ৬ লক্ষ টাকা অনুদান দিয়েছেন।

জানা গিয়েছে, প্রতিটি নৌকার দাম প্রায় ৪.৫ থেকে ৫.৫ লক্ষ টাকা। গুরুতর রোগীদের নিকটবর্তী হাসপাতালে যাতে দ্রুত নিয়ে যাওয়া যায়, সেই কারণে তিনটি অ্যাম্বুল্যান্সও দান করেছেন ভাজ্জি। সংবাদমাধ্যম সূত্রের খবর, হরভজনের আহ্বানে ক্রিকেটের সঙ্গে যুক্ত বেশ কিছু সংস্থা ইতিমধ্যেই এগিয়ে এসেছে। তারাও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, রাজ্য সংস্থাগুলির প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, বন্যায় ৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাসকারী ৩.৫ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাথমিকভাবে ১২টি জেলা ভয়াবহ দুর্যোগের কবলে পড়লেও এখন সেই সংখ্যা বেড়ে ২৩। গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে বন্যাদুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হরভজন সিং।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement