ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে থাকলেও ওয়ানডে’তে অধিনায়কত্ব হারিয়েছেন রোহিত শর্মা। তাঁর জায়গায় টিম ইন্ডিয়ার নেতৃত্বে শুভমান গিল। এ ব্যাপারে জল্পনা থাকলেও কেউই ভাবেননি যে, এত তাড়াতাড়ি ‘হিটম্যান’কে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। ভারতীয় নির্বাচকদের এমন সিদ্ধান্ত দেখে ‘অবাক’ হয়েছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।
সম্প্রচারকারী চ্যানেলকে ভাজ্জি বলেন, “শুভমান গিলকে অভিনন্দন। টেস্টে ও খুবই ভালো নেতৃত্ব দিয়েছে। এখন ওয়ানডে দলে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবে। আগে ও কখনও ওয়ানডে দলের নেতৃত্ব দেয়নি। সেই কারণে এটা গিলের জন্য নতুন চ্যালেঞ্জ হবে।”
হরভজনের সংযোজন, “রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল। সত্যি বলতে, নির্বাচকদের এমন সিদ্ধান্ত দেখে আমি বিস্মিত। আমার মতে, অস্ট্রেলিয়ায় ওরই নেতৃত্ব দেওয়া উচিত ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ওর নেতৃত্বেই তো জিতেছে দল। ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ রোহিত। সেই কারণে আরও একবার ওকে নেতৃত্বে রাখাই যেত। ২০২৭ বিশ্বকাপ তো অনেক দূরে। তাই ওকে কিছু মাস পর নেতৃত্বের দায়িত্ব দেওয়াই যেত। গিলের জন্য আমি খুশি। তবে রোহিতকে সরানোয় আমি কষ্ট পেয়েছি।”
উল্লেখ্য, আগরকর জানিয়েছেন, মূলত টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীরের কথা ভেবেই নেতৃত্ব থেকে সরানো হয়েছে রোহিত শর্মাকে। গম্ভীরের পরামর্শেই ‘হিটম্যানে’র জায়গায় অধিনায়ক করা হয়েছে গিলকে। আগরকরের সাফ জবাব, “তিনটি ফরম্যাটে তিন জন আলাদা অধিনায়ক রাখা কার্যত অসম্ভব। এটা দলের জন্য ভালো নয়। একই সঙ্গে এটা কোচের জন্যও সমস্যার কারণ হয়।” অজিভূমে ভারতের সফর শুরু হবে ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডে ২৩ অক্টোবর, অ্যাডিলেড ওভালে। ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে। আর এই আবহে উঠে এল ‘মিস্টার টারবনেটরে’র মন্তব্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.