Advertisement
Advertisement
Hardik Pandya

‘শুভু বেবি…’, শুভমানের সঙ্গে ‘সংঘাত’ জল্পনার আবহে ইঙ্গিতবাহী পোস্ট হার্দিকের

আইপিএলের এলিমিনেটরের পর থেকেই জল্পনা চলছে ভারতীয় ক্রিকেটমহলে।

Hardik Pandya and Shubhman Gill makes post amidst rift row
Published by: Anwesha Adhikary
  • Posted:June 1, 2025 2:14 pm
  • Updated:June 1, 2025 2:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্দিক পাণ্ডিয়া এবং শুভমান গিলের মধ্যে সম্পর্ক কি তলানিতে? শুক্রবার আইপিএলের এলিমিনেটরের পর থেকেই এই জল্পনা চলছে ভারতীয় ক্রিকেটমহলে। তবে এবার যাবতীয় চর্চায় জল ঢেলে একে অপরের ঘনিষ্ঠতার ছবি প্রকাশ করলেন টিম ইন্ডিয়ার দুই তারকা। ইনস্টাগ্রামে শুভমানকে ‘বেবি’ বলেও সম্বোধন করলেন হার্দিক।

শুক্রবার আইপিএল এলিমিনেটরে মুখোমুখি হয় মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স। সেই ম্যাচের শুরু থেকেই হার্দিক-শুভমানে সংঘাতের ছবি ধরা পড়েছিল। টসের পর দুই অধিনায়ক করমর্দন করেননি। তারপর রান তাড়া করতে গিয়ে প্রথম ওভারেই ট্রেন্ট বোল্টের বলে প্যাভিলিয়নে ফেরেন গিল। গুজরাট অধিনায়ক আউট হওয়ার পর মুম্বই অধিনায়ক যেভাবে উচ্ছ্বাসে ফেটে পড়েন, সেটা বিরল। সচরাচর হার্দিক কারও উইকেটে এতটা উচ্ছ্বাস দেখান না। কিন্তু এমন ঘটনার পর নেটিজেনরা নিশ্চিত, হার্দিক এবং গিলের মধ্যে ইগোর লড়াই চলছে।

ম্যাচের পর দু’দিন কেটে গেলেও হার্দিক-শুভমানের সংঘাত নিয়ে চর্চা নেটপাড়ায়। অজস্র মিম তৈরি হচ্ছে দুই তারকাকে নিয়ে। তবে এই ইস্যুতে মুখ খুলেছেন গিল-হার্দিক দু’জনেই। শনিবার বিকেলে ইনস্টাগ্রামে একটি স্টোরি দেন শুভমান। হার্দিকের সঙ্গে হাসিমুখের ছবি পোস্ট করে গুজরাট অধিনায়কের বার্তা, ‘তোমার জন্য শুধুই ভালোবাসা। ইন্টারনেটে যা দেখছ সেগুলো সবটা বিশ্বাস করো না।’ এই স্টোরিতে হার্দিককে ট্যাগও করেছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক।

শুভমানের সেই স্টোরিই নিজের ইনস্টা স্টোরিতে দিয়েছেন হার্দিক। সঙ্গে তাঁর বার্তা, ‘অলওয়েজ শুবু বেবি।’ অর্থাৎ শুভমানের সঙ্গে সবসময়ে রয়েছেন হার্দিক। উল্লেখ্য, ক্রিকেটপ্রেমীদের মতে, এই ইগোর লড়াই হওয়াটা অস্বাভাবিক নয়। রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর টিম ইন্ডিয়া এখন ‘অভিভাবকহীন’। সেখানে ভবিষ্যতের নেতা হওয়ার দাবিদার দুই তারকা একে অপরের সঙ্গে সংঘাতে জড়ালে অবাক হওয়ার কিছু থাকে না। তবে সংঘাতের জল্পনা উড়িয়ে বার্তা দিলেন দুই তারকাই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement