ফাইল ছবি।
আলাপন সাহা: ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। চোট-আঘাত সমস্যা কেরিয়ারে বেশ ভালোরকম ভুগিয়েছে। যার ফলে টেস্ট ক্রিকেটে ইদানীং তাঁকে আর দেখা যায় না। তবে সবকিছু ঠিকঠাক চললে টেস্টে আবার প্রত্যাবর্তন ঘটতে চলেছে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya)। প্রায় ছয় বছর আগে টেস্ট খেলেছেন তিনি। কিন্তু এবার সাদা পোশাকের ক্রিকেটে ফের দেখা যাবে হার্দিককে। সম্ভাবনা তেমনই।
বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। যার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন গৌতম গম্ভীরর। চেন্নাইয়ের উইকেটের চরিত্র বদলে বাউন্স রাখা হয়েছে। শোনা যাচ্ছে ঘরের মাঠে টেস্টে ওরকম পিচই রাখা হবে। অস্ট্রেলিয়ায় টিম ম্যানেজমেন্টের ভাবনায় হার্দিক রয়েছেন। হার্দিকের দলে থাকার অর্থ টিমের ব্যালান্স অনেকটাই বেড়ে যাওয়া। তিন পেসারের সঙ্গে হার্দিক থাকবেন চতুর্থ পেসার হিসেবে। সেক্ষেত্রে ব্যাটিং গভীরতাও বাড়বে টিমের। শোনা গেল, ভারতীয় টিম ম্যানেজমেন্টে এই ব্যাপারটা নিয়ে আলোচনাও হয়েছে।
এমনিতে হার্দিকের ফর্ম প্রত্যাবর্তনের ক্ষেত্রে কোনও সমস্যা নয়। আসল ব্যাপার হল হার্দিক টেস্ট খেলার মতো ফিট কি না, সেটা দেখে নেওয়া। ভারতীয় তারকা অলরাউন্ডার ইতিমধ্যে লাল-বলে প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন। এটাও শোনা গেল, আগামী কিছুদিনের মধ্যে হার্দিক জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে পারেন। সেখানে লাল বলে ম্যাচ সিমুলেশন প্র্যাকটিস করবেন তিনি। হার্দিক নিজে যদি বোঝান যে সমস্যা হচ্ছে না, তাহলে তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা টেস্টে দেখে নেওয়া হতে পারে।
প্রসঙ্গত, চলতি বছরটা আশ্চর্য এক উত্থান-পতনের মধ্যে দিয়ে চলেছেন হার্দিক। নাতাশার সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হওয়ার পর নিজেই সেই জল্পনার অবসান ঘটান তারকা ক্রিকেটার।ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দেন, তাঁর সঙ্গে নাতাশার বিচ্ছেদের গুঞ্জন সত্যি। একই পোস্ট করতে দেখা যায় নাতাশাকেও। কিন্তু যুগল জানিয়ে দেন পুত্র অগস্ত্যকে একসঙ্গেই বড় করবেন তাঁরা। ব্যক্তিগত জীবনের এই ঝঞ্ঝা সত্ত্বেও টি২০ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেন হার্দিক। এবার টেস্ট দলেও ফিরে আসার সম্ভাবনা তৈরি হল তারকা ক্রিকেটারের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.