সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েক মিনিট পরেই এশিয়া কাপ ফাইনাল খেলতে নামবে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। কিন্তু সেই হাইভোল্টেজ ম্যাচের আগেই বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। সূত্রের খবর, ফাইনালে খেলতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া। খেলা শুরুর আগে নিয়মমাফিক ওয়ার্ম আপ করেননি তিনি। তারপর থেকেই জল্পনা, তারকা অলরাউন্ডারকে বাদ দিয়েই খেতাবি যুদ্ধে নামবে মেন ইন ব্লু।
চলতি এশিয়া কাপে ভালো ফর্মে রয়েছেন হার্দিক। টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অলরাউন্ডারই পেস বোলিংয়ের বড়সড় দায়িত্ব নিয়েছেন। বুমরাহর সঙ্গে এশিয়া কাপে তিনিই দ্বিতীয় পেসার হিসাবে খেলছেন। কিন্তু নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওভার বল করার পরই পেশিতে টান অনুভব করেন হার্দিক। সেই যে মাঠ ছাড়লেন আর ফেরেননি। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছিলেন, ক্র্যাম্পের সমস্যায় ভুগছেন হার্দিক। শনিবার পর্যন্ত তাঁর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছিলেন মর্কেল।
ভারতীয় সমর্থকদের আশঙ্কা বাড়িয়েই হার্দিক এদিন মাঠে নামলেন না। খেলা শুরুর আগে নিয়মমাফিক ফিল্ডিং করেননি তিনি। তখনই স্পষ্ট হয়ে যায়, হাইভোল্টেজ ফাইনালে হার্দিক খেলবেন না। টস করতে এসে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবও জানান, দুর্ভাগ্যবশত তারকা অলরাউন্ডারকে বাদ রেখেই এশিয়া কাপ ফাইনাল খেলতে নামছেন তাঁরা। উল্লেখ্য, এদিন ইতিহাস গড়ার মুখে দাঁড়িয়েছিলেন হার্দিক। আর দুটো উইকেট তুলে নিতে পারলেই তিনি এশিয়া কাপের সর্বকালের সর্বোচ্চ উইকেটপ্রাপক হতে পারতেন। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হল কুংফু পাণ্ডিয়ার। হার্দিককে ছাড়া খেলতে নেমে ভারতের চাপ বাড়বে না তো? আশঙ্কায় ভারতীয় সমর্থককুল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.