Advertisement
Advertisement
India vs Pakistan

‘ইনশাল্লাহ, ভারতকে দু’বার হারাব’, অতীত ভুলে এশিয়া কাপের আগে ‘হুমকি’ পাক পেসার রউফের

'২০২২-র টি-টোয়েন্টি বিশ্বকাপ ভুলে গিয়েছেন নাকি?' খোঁচা নেটিজেনদের।

Haris Rauf Fires Huge Warning Ahead India vs Pakistan match Of Asia Cup
Published by: Arpan Das
  • Posted:August 25, 2025 2:53 pm
  • Updated:August 25, 2025 2:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবছরের বেশি সময় আগে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। পুরনো স্মৃতি কি ভুলে গিয়েছেন পাকিস্তানের পেসার হ্যারিস রউফ? ২০২২-র টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা কি তাঁর মনে পড়ছে না? হতেই পারে। তবে কোহলি না থাকলেও সূর্যকুমার যাদব, শুভমান গিলরা রয়েছেন। সেসব ভুলেই হয়তো এশিয়া কাপে ভারতের জন্য ‘হুমকি’ দিয়ে রাখলেন পাক পেসার।

Advertisement

আগামী ১৪ সেপ্টেম্বর ক্রিকেটের এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে দুটি গ্রুপ রয়েছে। এ গ্রুপে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। গ্রুপ পর্বে ছাড়াও সুপার চারে দু’বার ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। ফাইনালেও মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দল।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওয় হ্যারিসকে প্রশ্ন করা হয়, “ভারতের বিরুদ্ধে তো দুটো ম্যাচ আছে। কী হবে?” সেখানে পাক পেসার বলেন, “ইনশাল্লাহ, দুটোই আমরা জিতব।” ঘটনা হল, ভারতের কাছে পরাজিত হওয়ার রেকর্ডই বেশি পাকিস্তানের। সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ওয়ানডে বিশ্বকাপ। এমনকী ২০২৩-র ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে ২২৮ রানের বিরাট ব্যবধানে জিতেছিল ভারত। সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচেও খেলেছিলেন রউফ।

তবে পাক পেসারকে ক্রিকেটভক্তরা মনে করিয়ে দিচ্ছেন ২০২২-র টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা। সেই ম্যাচের ১৯তম ওভারে রউফকে পরপর দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ পকেটে পুরে ফেলেছিলেন বিরাট কোহলি। এশিয়া কাপের দ্বৈরথের আগে কি সেসব ভুলে গিয়েছেন রউফ?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ