Advertisement
Advertisement

Breaking News

Arshdeep Singh

ঠিক এইভাবে… রাউফের বিমান সেলিব্রেশনের ‘যোগ্য জবাব’ অর্শদীপের, ভিডিও ভাইরাল

কী ইঙ্গিত করলেন অর্শদীপ?

Haris Rauf's Provocative Gestures Get Epic Response From Arshdeep Singh
Published by: Arpan Das
  • Posted:September 23, 2025 4:44 pm
  • Updated:September 23, 2025 4:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের কাছে হেরেও শিক্ষা হচ্ছে না পাকিস্তানের। সেটা ক্রিকেটে হোক বা ফুটবলে। সব জায়গায় পরাজয়ের পরও ন্যক্কারজনক আচরণ করেই চলেছে পাক প্লেয়াররা। হ্যারিস রাউফের কীর্তি নিয়ে সমালোচনা চলছে। তার উত্তরও দিলেন ভারতীয় পেসার অর্শদীপ সিং। যা দেখে হাসির রোল নেটপাড়ায়।

Advertisement

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ৬ উইকেট জেতে ভারত। মাঠের মধ্যে বিতর্কিত আচরণের জন্য সমালোচিত হচ্ছেন হ্যারিস রউফ। ম্যাচ চলাকালীন রউফ ইশারা করেন, উড়তে উড়তে ভূপাতিত হয়েছে বিমান। হাতের ছয় আঙুল দেখান তিনি। কারণ অপারেশন সিঁদুরের সময় ছ’টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি তোলা হয় পাকিস্তানের পক্ষ থেকে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা।

তবে হ্যারিসের আচরণের উত্তরে অর্শদীপ যা করলেন, তা দেখে হাসি থামছে না নেটিজেনদের। ঠিক কী করেছেন তিনি? ভারতীয় পেসারও হাত দিয়ে বিমান ওড়ানোর ভঙ্গি করেন। তারপর হাত ঘুরিয়ে সেটাকে পশ্চাৎদেশে ইঙ্গিত করেন। যা দেখে হাসির রোল নেটপাড়ায়। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

অন্যদিকে মহিলাদের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল পাকিস্তান। গদ্দাফি স্টেডিয়ামের সেই ম্যাচে ৬ উইকেট পান নাশরা সুন্ধু। সব মিলিয়ে ওয়ানডেতে ১০০ উইকেট পেলেন পাক বোলার। ম্যাচের পর তিনিও ছয় আঙুল দেখিয়ে সেলিব্রেট করেন। সেই ছবি আবার নিজেই সোশাল মিডিয়ায় দিয়েছেন।

তার আগে অনূর্ধ্ব-১৭ সাফ ফুটবলে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। ৩১ মিনিটে ভারতকে এগিয়ে দেয় গাংতে। ৪২ মিনিটে পেনাল্টি পায় পাকিস্তান। মহম্মদ আবদুল্লাহের গোলে সমতায় ফেরে পাক দল। তারপরই কর্নারের দিকে ছুটে গিয়ে চা পানের ভঙ্গি করে। যা দেখে অনেকের মনে পড়ছে ২০১৯ সালের ঘটনা। ৪০ জন সেনার প্রয়াণের জবাবে ভারত বালাকোটে হামলা করে জঙ্গিঘাঁটি ধ্বংস করে। সেই সময় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ধরা পড়েন। পাকিস্তানের প্রকাশ করা ভিডিওয় অভিনন্দনকে চা খেতে দেখা যায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ